আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কেনিয়ায় ভয়াবহ বন্যায় বাস্তুচ্যুত হাজারো মানুষ

আমার দেশ অনলাইন

কেনিয়ায় ভয়াবহ বন্যায় বাস্তুচ্যুত হাজারো মানুষ

কেনিয়ার জনপ্রিয় পর্যটনস্পট লেক নাইভাশায় সাধারণত নৌকায় করে দর্শনার্থীরা ভ্রমণ উপভোগ করেন। তবে গত কয়েক সপ্তাহে সেই নৌকাগুলোই ব্যবহার করা হচ্ছে বন্যায় আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে। নাইভাশা থেকে পাঠানো প্রতিবেদনে এএফপি জানায়, হঠাৎ বেড়ে যাওয়া পানির কারণে পুরো এলাকা এখন ব্যাপক বিপর্যয়ের মুখে।

গত এক দশকেরও বেশি সময় ধরে লেক নাইভাশার পানির স্তর ধীরে ধীরে বাড়ছিল। কিন্তু এ বছর এর মাত্রা এতটাই বেড়েছে যে কিহোতো জেলার মানুষ পরিস্থিতিতে বিস্মিত। স্থানীয় বাসিন্দা রোজ আলেরো বলেন, “এমন বন্যা আমরা আগে কখনো দেখিনি।”

বিজ্ঞাপন

স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা যায়, রিফট ভ্যালির এই লেকটির পানি দেশটির অভ্যন্তরে প্রায় দেড় কিলোমিটার পর্যন্ত ঢুকে গেছে। ৫১ বছর বয়সী এক নারী জানান, তার বাড়িতে কোমরসমান পানি উঠেছে এবং পুরো এলাকায় টয়লেট পর্যন্ত ডুবে গেছে। তিনি বলেন, “মানুষ ঘরবন্দি হয়ে পড়েছে… পালানোর কোনো পথ নেই।”

বন্যায় শত শত বাড়িঘর সম্পূর্ণ পানিতে তলিয়ে গেছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গির্জা, পানিবন্দি হয়ে পড়েছে পুলিশ স্টেশন। শিশুরা স্কুলে যেতে পারছে না। একই অবস্থা রিফট ভ্যালির অন্যান্য লেকের কাছাকাছিও, ফলে কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

নাকুরু কাউন্টির দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান জয়েস চেচে জানান, পানি বৃদ্ধির কারণে ইতোমধ্যে ৭ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তিনি আরও বলেন, এ দুর্যোগ স্থানীয় বন্যপ্রাণী, পর্যটন ও বিভিন্ন ব্যবসার ওপরও বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...