আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজায় ঝড়ে ক্ষতিগ্রস্ত অসংখ্য তাঁবু, বিপর্যস্ত জনপদ

আমার দেশ অনলাইন

গাজায় ঝড়ে ক্ষতিগ্রস্ত অসংখ্য তাঁবু, বিপর্যস্ত জনপদ
ছবি: মিডল ইস্ট মনিটর

গাজায় শীতকালীন ঝড়ে উড়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার তাঁবু। ইসরাইলের দুই বছরের যুদ্ধে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা এসব তাঁবুতে বাস করছিলেন। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, তাঁবু ক্ষতিগ্রস্ত হওয়ায় মানবিক বিপর্যয়ের আশঙ্কা আরো বেড়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, প্রচণ্ড বাতাস ও ভারি বৃষ্টিপাতের কারণে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে গাজার উপকূলরেখায়, যেখানে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। এতে তাঁবু ছিঁড়ে উড়ে গেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এটি কেবল আবহাওয়া সম্পর্কিত সংকট নয়। নির্মাণসামগ্রীর প্রবেশ বন্ধ করে পুনর্গঠন বাধাগ্রস্ত করা, মানুষকে মর্যাদা বা সুরক্ষা ছাড়াই ছেঁড়া তাঁবু এবং অনিরাপদ, ক্ষতিগ্রস্ত বাড়িতে বসবাস করতে বাধ্য করার প্রত্যক্ষ পরিণতি এটা।’

ফিলিস্তিনি আবহাওয়াবিদেরা জানান, শুক্রবার থেকে নতুন করে ঝড় শুরু হয়েছে এবং আরো কয়েক দিন অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

বাসাল সতর্ক করে বলেন, দুই বছরেরও বেশি সময় ধরে ইসরাইলি বোমাবর্ষণের ফলে বিশাল নগর এলাকা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। কোনো নিরাপদ বিকল্প না থাকায় অনেক পরিবার সমুদ্র উপকূলে তাদের তাঁবু স্থাপন করতে বাধ্য হয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...