আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাফায় আটকে পড়া হামাস যোদ্ধাদের সমঝোতার প্রস্তাব মিশরের

আমার দেশ অনলাইন

রাফায় আটকে পড়া হামাস যোদ্ধাদের সমঝোতার প্রস্তাব মিশরের
ছবি: বার্তা সংস্থা রয়টার্স

ইসরাইলের দখলকৃত রাফাহ এলাকায় অবস্থান করা হামাস যোদ্ধাদের নিরাপদে সরিয়ে নিতে নতুন শর্ত দিয়েছে মিশরের মধ্যস্থতাকারীরা। শর্ত অনুযায়ী হামাস অস্ত্র সমর্পণ করলে দুই শতাধিক হামাস যোদ্ধাকে নিরাপদে অন্য এলাকায় যাওয়ার সুযোগ দেয়া হবে। সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে একথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

প্রতিবেদনে বলা হয়, মিশরীয় মধ্যস্থতাকারীরা প্রস্তাব দিয়েছেন, রাফাহ এলাকায় থাকা হামাস যোদ্ধাদের মিশরের কাছে অস্ত্র সমর্পণ করতে হবে এবং গাজা উপত্যকার সুড়ঙ্গের বিবরণ দিতে হবে, যাতে সেগুলো ধ্বংস করা যায়। এর বিনিময়ে তারা নিরাপদে সরে যেতে পারবেন।

বিজ্ঞাপন

১০ অক্টোবর গাজায় মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।

মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, রাফাহতে আটকে থাকা যোদ্ধাদের নিয়ে এই সমঝোতা বাস্তবায়িত হলে তা পুরো গাজায় হামাসের সামরিক শক্তি নিরস্ত্রীকরণের বৃহত্তর প্রক্রিয়ার জন্য একটি ‘নমুনা বা মডেল’ হিসেবে কাজ করবে।

তবে দুটি সূত্র জানিয়েছে, ইসরাইল কিংবা হামাস কোনো পক্ষই এখনো প্রকাশ্যে এই প্রস্তাবে সম্মতি জানায়নি। তবে আরেকটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে যে এই বিষয়ে আলোচনা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন