আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানে সক্রিয় দুটি সন্ত্রাসী সংগঠন ভারতের হয়ে কাজ করছে এবং এর প্রমাণ হিসেবে বেলুচিস্তানের খুজদার জেলায় একটি স্কুলবাসে বোমা হামলার সঙ্গে নয়াদিল্লির সংশ্লিষ্টতার সবধরনের তথ্য-উপাত্ত হাজির করা হবে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এমন কথা বলেছেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বুধবার (২১ মে) খুজদার ক্যান্টনমেন্ট অভিমুখে আসতে থাকা একটি স্কুলবাস কোয়েটা-করাচি হাইওয়ের খুজদার জিরোপয়েন্ট এলাকায় পৌঁছানোর পর এতে বোমা হামলা চালানো হয়। ওই হামলায় তিন শিশুসহ মোট ছয়জন নিহত হয় ও আহত হয় আরও ৪০ জনেরও বেশি লোক। আহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী।
পাকিস্তানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলায় ১২ জনেরও বেশি গুরুতর আহত হয়ে হাসপাতালে রয়েছেন। কোয়েটায় আহত শিক্ষার্থীদের দেখতে গতকাল সেখানে গিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির।
তারা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী হামলায় জড়িতদের গ্রেপ্তারে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
জিও নিউজের এক অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, তাদের কাছে প্রমাণ আছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) সন্ত্রাসী সংগঠন হিসেবে ভারতের হয়ে কাজ করছে। ভারতের সংশ্লিষ্টতার প্রমাণ আমরা তুলে ধরবো। আমরা যে দাবি করেছি তার সমর্থনে তথ্যপ্রমাণ হাজির করবো।
তিনি আরও বলেন, বিএলএ ও ভারতের মধ্যে সম্পর্কের কথা সবাই জানে। এর আগে আমাদের প্রতি ভারতের তোলা অভিযোগের কোনো সত্যতা ছিল না, কিন্তু বিএলএ ভারতের পক্ষ হয়ে সংঘাতে জড়িয়ে আছে।
পাকিস্তানে সক্রিয় দুটি সন্ত্রাসী সংগঠন ভারতের হয়ে কাজ করছে এবং এর প্রমাণ হিসেবে বেলুচিস্তানের খুজদার জেলায় একটি স্কুলবাসে বোমা হামলার সঙ্গে নয়াদিল্লির সংশ্লিষ্টতার সবধরনের তথ্য-উপাত্ত হাজির করা হবে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এমন কথা বলেছেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বুধবার (২১ মে) খুজদার ক্যান্টনমেন্ট অভিমুখে আসতে থাকা একটি স্কুলবাস কোয়েটা-করাচি হাইওয়ের খুজদার জিরোপয়েন্ট এলাকায় পৌঁছানোর পর এতে বোমা হামলা চালানো হয়। ওই হামলায় তিন শিশুসহ মোট ছয়জন নিহত হয় ও আহত হয় আরও ৪০ জনেরও বেশি লোক। আহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী।
পাকিস্তানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলায় ১২ জনেরও বেশি গুরুতর আহত হয়ে হাসপাতালে রয়েছেন। কোয়েটায় আহত শিক্ষার্থীদের দেখতে গতকাল সেখানে গিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির।
তারা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী হামলায় জড়িতদের গ্রেপ্তারে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
জিও নিউজের এক অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, তাদের কাছে প্রমাণ আছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) সন্ত্রাসী সংগঠন হিসেবে ভারতের হয়ে কাজ করছে। ভারতের সংশ্লিষ্টতার প্রমাণ আমরা তুলে ধরবো। আমরা যে দাবি করেছি তার সমর্থনে তথ্যপ্রমাণ হাজির করবো।
তিনি আরও বলেন, বিএলএ ও ভারতের মধ্যে সম্পর্কের কথা সবাই জানে। এর আগে আমাদের প্রতি ভারতের তোলা অভিযোগের কোনো সত্যতা ছিল না, কিন্তু বিএলএ ভারতের পক্ষ হয়ে সংঘাতে জড়িয়ে আছে।
নেদারল্যান্ডসের হেগভিত্তিক আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) বলেছে, দখলদার শক্তি হিসেবে গাজায় ত্রাণ সহায়তা প্রবেশে সুযোগ করে দিতে বাধ্য ইসরাইল। বুধবার আইসিজে গাজায় ত্রাণ সরবরাহের বিষয়ে জারি করা আদেশে এ মন্তব্য করে।
৪ ঘণ্টা আগেআরব সাগরে অভিযান চালিয়ে প্রায় এক বিলিয়ন ডলারের মাদক জব্দ করেছে পাকিস্তানের নৌবাহিনী। বুধবার (২২ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন যৌথ সামুদ্রিক জোট কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেস (সিএমএফ)-এর অংশ হিসেবে পাকিস্তানি নৌবাহিনী এ অভিযান পরিচালনা করা হয়।
৮ ঘণ্টা আগেখামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্টে জানান, বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিয়ে আমেরিকার নানা প্রান্তে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছেন। যদি আপনি (ট্রাম্প) এতটাই সক্ষম হন, তবে বিক্ষোভকে দমন করুন।
৯ ঘণ্টা আগেহোয়াইট হাউস দাবি করছে, এই প্রকল্পে সরকারি অর্থ ব্যবহার হবে না, বরং ভবিষ্যতের প্রশাসনগুলিও সুবিধা পাবে। তবে বিশেষজ্ঞদের মতে, বলরুমটি ভবিষ্যতে রাজনৈতিক ফান্ডরেইজিংয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে—যা সরকারি প্রভাবের বিনিময়ে অর্থ আদায়ের নতুন রূপ।
৯ ঘণ্টা আগে