
ভারতে বিনা বিচারে ৫ বছর, তবুও জামিন নেই উমর–শারজিলের
২০২০ সালের দিল্লি দাঙ্গা মামলায় গ্রেপ্তার হয় দুই বিশিষ্ট ছাত্রকর্মী উমর খালিদ ও শারজিল ইমাম। বিনা বিচারে পাঁচ বছরেরও বেশি সময় কারাগারে রয়েছেন তারা। তারপরেও সোমবার তাদের জামিন আবেদন খারিজ করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। আদালতের দুই বিচারপতির বেঞ্চ এ সিদ্ধান্ত জানান।























