আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকিস্তানি রেঞ্জার আটক, কাশ্মিরের নিয়ন্ত্রণরেখায় ভয়াবহ সংঘর্ষ

স্টাফ রিপোর্টার

পাকিস্তানি রেঞ্জার আটক, কাশ্মিরের নিয়ন্ত্রণরেখায় ভয়াবহ সংঘর্ষ

ভারতের বিএসএফ রাজস্থানের আন্তর্জাতিক সীমানা থেকে এক পাকিস্তানি সীমান্তরক্ষী রেঞ্জারকে আটক করেছে বলে দাবি করেছে। তবে ভারত এখনো তার পরিচয় প্রকাশ করেনি।

বিজ্ঞাপন

এদিকে পাকিস্তানি ওই রেঞ্জারকে আটকের পর কাশ্মিরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) পাকিস্তান ও ভারতের সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এটি সাম্প্রতিককালে দুই দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ।

রোববার (৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভি জানায়, বিএসএফ শনিবার রাজস্থানের আন্তর্জাতিক সীমানা থেকে পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে। এর আগে ২৩ এপ্রিল বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাহুকে আটক করে পাকিস্তান। পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে কৃষকদের পাহারার দায়িত্বে ছিলেন সাহু।

ভারত-পাকিস্তান সীমান্তে ভুল করে পার হওয়া সৈন্যদের ফেরত দেয়ার নিয়ম আছে। সাম্প্রতিক উত্তেজনার কারণে পাকিস্তান সাহুকে ফেরত দিচ্ছে না। ফলে ভারতও এখন পর্যন্ত পাকিস্তানি রেঞ্জারকে ফেরতের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি।

এদিকে রেঞ্জারকে আটকের কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের সেনাবাহিনী নিয়ন্ত্রণরেখার (এলওসি) বিভিন্ন সেক্টরে গুলি চালাতে শুরু করে।

কয়েকটি সূত্র জানিয়েছে, কাশ্মিরের কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধর, নৌশেরা, সুন্দরবানি ও আখনুর সেক্টরজুড়ে এই হামলা চালানো হয়। ভারতীয় সেনাবাহিনীও যথাযথ জবাব দিয়েছে বলে দাবি করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে এটি সবচেয়ে বড় সংঘর্ষ, যেখানে একসঙ্গে সবচেয়ে বেশি পাকিস্তানি পোস্ট অংশ নেয়। অবশ্য এখন পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এই পরিস্থিতির মধ্যে পাকিস্তান শনিবার ‘আবদালি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। ভারত এটিকে ‘খোলামেলা উসকানি’ বলে মন্তব্য করেছেন। ৪৫০ কিমি রেঞ্জের এই ক্ষেপণাস্ত্র ‘সিন্ধু মহড়ার’ অংশ হিসেবে পরীক্ষা করেছে পাকিস্তান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...