টানা ১১ রাত ভারত-পাক সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ মে ২০২৫, ১০: ০৪
আপডেট : ০৫ মে ২০২৫, ১০: ০৮
ছবি: সংগৃহীত

কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। রোববার (৪ মে) রাতভর এই গোলাগুলি চলে। তবে গোলাগুলিতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এ নিয়ে টানা ১১ রাত কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলি হলো। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ৫ মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ।

পেহেলগামে হামলার পরদিনই ভারত পাকিস্তানের বিরুদ্ধে কিছু পদক্ষেপ নেয়। এর মধ্যে ছিল সিন্ধু পানি চুক্তি স্থগিত, আতারি সীমান্ত ক্রসিং বন্ধ করা এবং কূটনীতিক প্রত্যাহারের ঘোষণা। ভারতের দাবি, হামলার সঙ্গে সীমান্তের ওপারের সন্ত্রাসীদের সংযোগ আছে।

এর জবাবে পাকিস্তান তার আকাশসীমা ভারতীয় উড়োজাহাজের জন্য বন্ধ করে দেয়। ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে। এমনকি তৃতীয় দেশের মাধ্যমে বাণিজ্যও বন্ধ করে দেয় পাকিস্তান।

এছাড়া পাকিস্তান ভারতের পানিচুক্তি স্থগিতের ঘোষণা প্রত্যাখ্যান করে এবং হুঁশিয়ারি দেয়, পানি বন্ধ করে দেয়া হলে সেটিকে ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে বিবেচনা করা হবে।

এই পরিস্থিতির মধ্যে পাকিস্তান গত শনিবার ৪৫০ কিমি. রেঞ্জের ‘আবদালি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। ভারতের কর্মকর্তারা এটিকে ‘খোলামেলা উসকানি’ বলে মন্তব্য করেছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত