আমরা প্রস্তুত: পাকিস্তান সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০১ মে ২০২৫, ১১: ০১

জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন চরমে। এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও বাড়ছে।

বিজ্ঞাপন

এ অবস্থায় ভারতকে হুঁশিয়ারি করে দিয়েছে পাক সেনাবাহিনী বলেছে, যেকোনও আগ্রাসন মোকাবিলায় তারা প্রস্তুত।

এই প্রস্তুতির পরীক্ষা না নিতেও সতর্ক করে দিয়েছে পরমাণু অস্ত্রধারী এই দেশটির সেনাবাহিনী। বুধবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

সংবাদমাধ্যমটি বলছে, আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জাতিকে আশ্বস্ত করেছেন—প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো সর্বদা দেশকে রক্ষা করতে প্রস্তুত। একইসঙ্গে ভারতকে ‘ধৈর্যের পরীক্ষা’ নেওয়ার বিরুদ্ধেও সতর্ক করেছেন তিনি।

পাকিস্তানের প্রধান সামরিক মুখপাত্র বলেন, ‘আমরা আগ্রাসন শুরু করতে যাচ্ছি না। আমরা দায়িত্বশীল একটি রাষ্ট্র। সবসময় আমরা যুক্তি এবং গঠনমূলক পথ অনুসরণ করবো। যদি তারা মনে করে আগ্রাসনই এগিয়ে যাওয়ার পথ, তাহলে আমাদের সুস্পষ্ট বার্তা এটাই, ‘আমরা পুরোপুরি প্রস্তুত, আমাদের পরীক্ষা নেওয়ার চেষ্টা করো না।’

‘সশস্ত্র বাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনীসহ আমাদের সব প্রতিরক্ষা-সম্পর্কিত প্রতিষ্ঠান প্রস্তুতি নিয়ে আছে। সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত’- উল্লেখ করেন তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত