আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পশ্চিম তীর দখলের বিরুদ্ধে ইসরাইলকে সতর্ক করল জার্মানি

আমার দেশ অনলাইন

পশ্চিম তীর দখলের বিরুদ্ধে ইসরাইলকে সতর্ক করল জার্মানি
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

পশ্চিম তীর দখলের বিরুদ্ধে ইসরাইলকে সতর্ক করে দিয়েছে জার্মানি। শনিবার জর্ডান সফরে গিয়ে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ কোনোভাবেই বন্ধ করা যাবে না। তাই সতর্ক করে বলেন, ইসরাইল যেন পশ্চিম তীরে অধিগ্রহণের পদক্ষেপ গ্রহণ না করে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

জর্ডানের বন্দরনগরী আকাবায় দেশটির বাদশাহ দ্বিতীয় আবদুল্লার সঙ্গে বৈঠকের সময় চ্যান্সেলর মের্জ বলেন, ‘পশ্চিম তীরের পরিস্থিতি থেকে আমাদের দৃষ্টি সরিয়ে দেয়া চলবে না। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ খোলা রাখতে হবে। তাই পশ্চিম তীরে কোনো ধরনের অধিগ্রহণ গ্রহণযোগ্য হবে না।’

বিজ্ঞাপন

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারে থাকা অতিকট্টর ও ডানপন্থি নেতারা দীর্ঘদিন ধরেই দখলকৃত পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে যুক্ত করার পক্ষে অবস্থান নিয়ে আসছেন। যদিও ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের অংশ হিসেবে এ অঞ্চলকে দাবি করে থাকে।

মের্জ বলেন, ‘আমরা এমন একটি নতুন আঞ্চলিক ব্যবস্থার ভিত্তি গড়ে তুলতে সাহায্য করতে চাই, যেখানে ইসরাইল, ফিলিস্তিন ও আরব প্রতিবেশীরা দীর্ঘস্থায়ী শান্তি, স্বাধীনতা ও নিরাপত্তার মধ্যে বসবাস করতে পারে।’

তিনি আবারো জার্মানির দুই রাষ্ট্রভিত্তিক সমাধান সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং বলেন, শান্তি আলোচনা দ্রুতই শুরু হওয়া উচিত।

এদিকে গাজা ইস্যুতে শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর। মের্জ বলেন, ‘গাজায় দুই মাস ধরে যুদ্ধবিরতি ফলে পরিস্থিতি স্থিতিশীল আছে, এতে আমরা স্বস্তি পাই। তবে এখন আমাদের দ্বিতীয় ধাপে প্রবেশে সফল হতে হবে।’

তিনি বলেন, এর অংশ হিসেবে গাজার বেসামরিক জনগণের এখনো বিপজ্জনক মানবিক পরিস্থিতি দ্রুত উন্নত করতে হবে। শীতের আগেই আরও বেশি মানবিক সহায়তা জরুরি।

পরে শনিবার দুপুরে লোহিত সাগর উপকূলে অবস্থিত আকাবায় বৈঠক শেষে মের্জ ইসরায়েলে পৌঁছান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...