আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুক্তরাজ্যে ট্যাক্সিতে হাসপাতালে যেতে পারবে না আশ্রয়প্রার্থীরা

আমার দেশ অনলাইন

যুক্তরাজ্যে ট্যাক্সিতে হাসপাতালে যেতে পারবে না আশ্রয়প্রার্থীরা
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্যে চিকিৎসা কেন্দ্রে যেতে ট্যাক্সি ব্যবহার করতে পারবেন না আশ্রয়প্রার্থীরা। নতুন নিয়ম অনুযায়ী, আশ্রয়প্রার্থীদের চিকিৎসা কেন্দ্রে যেতে বাসের মতো বিকল্প পরিবহন ব্যবহার করতে হবে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

সমালোচকরা বলছেন, এই পরিবর্তনের ফলে ঝুঁকিপূর্ণ মানুষদের প্রয়োজনীয় সেবা পেতে সমস্যা হবে, যদি সরকার বিনামূল্যে গণপরিবহন সরবরাহ না করে। আশ্রয়প্রার্থীরা বর্তমানে প্রতি সপ্তাহে একবার ফিরতি বাস ভ্রমণের জন্য তহবিল পান।

বিজ্ঞাপন

ব্রিটিশ সরকার জানিয়েছে, ট্যাক্সি এখন ব্যতিক্রম ছাড়া কঠোরভাবে সীমাবদ্ধ থাকবে। এই ব্যতিক্রমের মধ্যে রয়েছে শারীরিক প্রতিবন্ধী, দীর্ঘস্থায়ী অসুস্থতা বা গর্ভবতী নারী। স্বরাষ্ট্র দপ্তরকে এই ধরনের ভ্রমণের জন্য আগে থেকেই অনুমোদন দিতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেছেন, তিনি ট্যাক্সির অবাধ ব্যবহার বন্ধ করছেন এবং সকল আশ্রয়কেন্দ্র বন্ধ করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, আশ্রয়কেন্দ্রের সবাইকে বিকল্প স্থানে স্থানান্তরিত করবেন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...