নোবেল শান্তি পুরস্কারজয়ী ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা নরওয়ের মাচাদো অসলোতে পৌঁছেছেন। কয়েক ঘণ্টা আগে তার হয়ে তার মেয়ে পুরস্কার গ্রহণ করার পর তিনি পৌঁছেছেন বলে জানিয়েছেন পুরস্কার কমিটির প্রধান।
নোবেল কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ওয়াতনে ফ্রিদনেস বৃহস্পতিবার সকালে গ্র্যান্ড হোটেলে সাংবাদিকদের বলেন, "আমি নিশ্চিত করতে পারি, মারিয়া করিনা মাচাদো অসলোতে পৌঁছেছেন এবং তিনি এখানে আসার পথে আছেন। তিনি সরাসরি তার পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন।"
হুমকির কারণে মাসের পর মাস জনসমক্ষে দেখা না দেওয়া মাচাদো বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় (জিএমটি) সকাল ০৯:১৫–এ অসলোতে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার কথা রয়েছে।
সূত্র: এএফপি
এসআর

