ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলাকে দেশটির এক-তৃতীয়াংশ মানুষ সমর্থন করছেন— এমন তথ্য উঠে এসেছে রয়টার্সের এক জনমত জরিপে। তবে একই জরিপে দেখা গেছে, মার্কিন নাগরিকদের ৭২ শতাংশ দক্ষিণ আমেরিকার দেশটিতে যুক্তরাষ্ট্রের গভীর সম্পৃক্ততা নিয়ে উদ্বিগ্ন।
সোমবার শেষ হওয়া রয়টার্স পরিচালিত দুই দিনব্যাপী জরিপে অংশগ্রহণকারীদের রাজনৈতিক অবস্থান অনুযায়ী মতামতে বড় ধরনের বিভাজন দেখা গেছে। জরিপ অনুযায়ী রিপাবলিকানদের মধ্যে ৬৫ শতাংশই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া সামরিক পদক্ষেপকে সমর্থন করেছেন। বিপরীতে ডেমোক্র্যাটদের মাত্র ১১ শতাংশ এবং সাধারণ ভোটারের ২৩ শতাংশ এই হামলার পক্ষে মত দিয়েছেন।
এর আগে গত শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের সেনারা ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একটি অভিযান পরিচালনা করে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে নিয়ে যায়। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই মাদুরোর বিরুদ্ধে মাদক চোরাচালানে জড়িত থাকার অভিযোগ করে আসছিল।
বিশ্লেষকেরা বলছেন, অন্য দেশের সঙ্গে যুদ্ধে জড়ানোর জন্য অতীতে বিভিন্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সমালোচক ছিলেন ট্রাম্প। অথচ এবার তিনিই সরাসরি বিদেশে সামরিক হস্তক্ষেপের পথে হাঁটলেন। অভিযান-পরবর্তী সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, তার দেশ এখন থেকে ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নেবে, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জরিপে আরো দেখা যায়, রিপাবলিকানদের ৪৩ শতাংশ ভেনেজুয়েলা বিষয়ে ট্রাম্পের পদক্ষেপকে সমর্থন করেছেন, আর ১৯ শতাংশ এর বিরোধিতা করেছেন। তবে ভেনেজুয়েলায় সেনা পাঠিয়ে দেশটি নিয়ন্ত্রণের প্রশ্নে রিপাবলিকানদের ৬০ শতাংশ সমর্থন জানালেও সব জনগণের মধ্যে এই সমর্থনের হার মাত্র ৩০ শতাংশ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভ্যন্তরীণ অর্থনীতিতে মনোযোগের ইঙ্গিত দেওয়ার পরপরই এই সামরিক পদক্ষেপ নেওয়া ট্রাম্প প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। বিশেষ করে চলতি বছরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিষয়টি ভোটারদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এই নির্বাচনের ফলই নির্ধারণ করবে ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছর কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ
যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ