আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ অঙ্গরাজ্যের মামলা

আমার দেশ অনলাইন
ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ অঙ্গরাজ্যের মামলা
ছবি: এনডিটিভি

এইচ-১বি ভিসায় এক লাখ ডলার ফি আরোপের বিষয়ে ট্রাম্প প্রশাসনের নেয়া সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ২০টি মার্কিন অঙ্গরাজ্য মামলা দায়ের করেছে। শুক্রবার বোস্টনের ফেডারেল আদালতে মালা দায়ের করা হয়। এতে বলা হয়, ট্রাম্প প্রশাসনের নেয়া নতুন নীতি বেআইনি এবং প্রয়োজনীয় জনসেবা হুমকির মুখে ফেলেছে। খবর এনডিটিভির।

গত সেপ্টেম্বর ট্রাম্প এই ফি ঘোষণা করেন, যার ফলে উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের জন্য এইচ-১বি ভিসা নেয়ার খরচ নাটকীয়ভাবে বেড়েছে। বর্তমানে নিয়োগকর্তারা সাধারণত এইচ-১বি ভিসার জন্য ২ হাজার থেকে ৫ হাজার ডলার পর্যন্ত ফি দিয়ে থাকেন।

বিজ্ঞাপন

মামলার প্রধান বাদি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল রব বনতা এবং ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল জয় ক্যাম্পবেল। দুই অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের সঙ্গে যুক্ত হয়েছেন অ্যারিজোনা, কলোরাডো, কানেকটিকাট, ডেলাওয়্যার, হাওয়াই, ইলিনয়েস, মেরিল্যান্ড, মিশিগান, মিনেসোটা, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, নিউ জার্সি, নিউ ইয়র্ক, ওরিগন, রোড আইল্যান্ড, ভারমন্ট, ওয়াশিংটন এবং উইসকনসিনের অ্যাটর্নি জেনারেলরাও।

ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টার দপ্তর এক বিবৃতিতে জানায়, ট্রাম্পের এই ফি আরোপের কোনো ক্ষমতা নেই এবং এটি ফেডারেল আইনের লঙ্ঘন। ফেডারেল আইনে বলা আছে, অভিবাসন কর্তৃপক্ষ কেবল ভিসা কর্মসূচি পরিচালনার প্রকৃত খরচ মেটানোর জন্য প্রয়োজনীয় ফি আদায় করতে পারে।

এইচ-১বি ভিসা কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রের নিয়োগকর্তারা বিশেষায়িত খাতে বিদেশি কর্মী নিয়োগ করতে পারেন। ক্যালিফোর্নিয়াভিত্তিক বহু প্রযুক্তি প্রতিষ্ঠানের কারণে প্রযুক্তি খাত এই ভিসার ওপর বিশেষভাবে নির্ভরশীল।

ডেমোক্র্যাট নেতা রব বন্টা বলেন, ১ লাখ ডলারের এই ফি শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে সেবা প্রদানকারীদের ওপর অপ্রয়োজনীয় আর্থিক চাপ সৃষ্টি করবে। এর ফলে শ্রমিক সংকট আরো তীব্র হবে এবং বিভিন্ন সেবা কমে যাওয়ার ঝুঁকি তৈরি হবে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন