মিয়ানমার-থাইল্যান্ড সীমান্তে অনলাইন জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক হাজার ৫৯০ জন বিদেশী নাগরিককে গ্রেপ্তার করেছে মিয়ানমার। রোববার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
জান্তা সরকার পরিচালিত সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনী ১৮ থেকে ২২ নভেম্বর জুয়া ও জালিয়াতির কেন্দ্রে অভিযান চালায়। অভিযান চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে প্রবেশকারী মোট এক হাজার ৫৯০ জন বিদেশী নাগরিককে আটক করা হয়।
এসময় কর্তৃপক্ষ দুই হাজার ৮৯৩টি কম্পিউটার, ২১ হাজার ৭৫০টি মোবাইল ফোন, ১০১টি স্টারলিংক স্যাটেলাইট রিসিভার, ২১টি রাউটার এবং অনলাইন জালিয়াতি ও জুয়া কার্যকলাপে ব্যবহৃত বিপুল সংখ্যক সামগ্রীও জব্দ করেছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা চীন, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইথিওপিয়া, নামিবিয়া, ইন্দোনেশিয়া, উগান্ডা, ভারত, জিম্বাবুয়ে, ফিলিপাইন, পাকিস্তান, রুয়ান্ডা, কেনিয়া, নাইজেরিয়া, নেপাল, দক্ষিণ কোরিয়া, মিশর এবং মাদাগাস্কারসহ বিভিন্ন দেশের নাগরিক।
আরএ


পাকিস্তানের পেশোয়ারে সন্ত্রাসী হামলা, নিহত ৬