স্পেনে বারে ভয়াবহ বিস্ফোরণে আহত ২১

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯: ৩৫
ছবি: ডয়েচে ভ্যালে

স্পেনের রাজধানী মাদ্রিদের একটি বারে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২১ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় শনিবার দুপুর ৩টার দিকে মিস তেসোরোস বারে এ হামলা হয়। খবর ডয়েভে ভ্যালের।

মাদ্রিদের ভ্যালেকাস এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণে বারের ছাদ আংশিক ধসে গেছে। বাইরের রাস্তায় কাঁচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দমকল বাহিনী ধ্বংসস্তূপ পরিষ্কার করেন।

বিজ্ঞাপন

ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত তিনজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এখনো পর্যন্ত বিস্ফোরণের সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিক হওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

হঠাৎ বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রচণ্ড শব্দে চারপাশ কেঁপে ওঠে। ঘটনার পর বার ও আশপাশের এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত