আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহতের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

আমার দেশ অনলাইন

অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহতের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে অভিবাসন কর্মকর্তার গুলিতে এক নারী নিহতের ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার বিক্ষোভে রাস্তায় নামে হাজার হাজার মানুষ। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই/আইস) বিলুপ্ত করার দাবি জানান বিক্ষোভকারীরা। খবর সিএনএনের।

মিনিয়াপোলিসে বিক্ষোভে যোগ দেওয়া দুই সন্তানের জননী মেগান মুর বলেন, ‘আমরা সবাই এখন আতঙ্কের মধ্যে বাস করছি।’

বিজ্ঞাপন

শুক্রবার রাতে মিনিয়াপোলিসের একটি হোটেলের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করেন প্রায় এক হাজার মানুষ। বিক্ষোভকারীরা পুলিশ কর্মকর্তাদের দিকে বরফ ও পাথর ছুড়ে মারেন। এতে এক পুলিশ কর্মকর্তা সামান্য আহত হন। আটক হন কয়েকজন বিক্ষোভকারী, তবে পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

শনিবার টেক্সাসের অস্টিন শহরের কেন্দ্রস্থলে একটি ফেডারেল ভবনের বাইরে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই/আইস) বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। এ সময় তারা ‘আইসিই সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ যথার্থ’, ‘আইসিই বাতিল করুন’ এবং ‘আইসিই সন্ত্রাসবাদের অবসান ঘটান’— এ ধরনের প্ল্যকার্ড বহন করেন তারা।

শনিবার হোয়াইট হাউসের বাইরে জড়ো হয়ে প্রতিবাদ জানান অনেকে। তাদের আশঙ্কা, একই ধরনের ঘটনা আবার ঘটতে পারে। আইসিই সংস্কারের জন্য আইন প্রণয়নের আহ্বান জানান তারা।

ফিলাডেলফিয়ায়ও হয়েছে বড় বিক্ষোভ। সেখানে বিক্ষোভকারীরা ‘আইসকে যেতে হবে’, ‘যুক্তরাষ্ট্রে কোনো স্বৈরাচারের ঠাঁই নেই’—এমন নানা স্লোগান দেন।

এছাড়া, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, এল পাসো, ওয়াশিংটন ডিসি, বোস্টন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রধান শহরগুলোতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

আরএ/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন