আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মার্কিন সামরিক অভিযানের সম্ভাবনা নাকচ করলেন মেক্সিকোর প্রেসিডেন্ট

আমার দেশ অনলাইন

মার্কিন সামরিক অভিযানের সম্ভাবনা নাকচ করলেন মেক্সিকোর প্রেসিডেন্ট

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাওম মঙ্গলবার স্পষ্টভাবে মার্কিন সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা নাকচ করেছেন। শেইনবাওম তার দৈনন্দিন সকালের প্রেস কনফারেন্সে এই প্রসঙ্গে বলেন, "এটি হবে না।"

তার এই মন্তব্যটি ট্রাম্পের সোমবারের বক্তব্যের সরাসরি প্রতিক্রিয়া হিসেবে এসেছে, যেখানে তিনি মেক্সিকো ও কলম্বিয়ায় মাদক চক্রগুলির বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যবস্থা গ্রহণের সমর্থন জানিয়েছিলেন।

বিজ্ঞাপন

মাদকপাচারের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করতে মেক্সিকোতে সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৭ নভেম্বর) হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন ইঙ্গিত দেন। খবর রয়টার্স।

মেক্সিকোতে মার্কিন হামলা বা সেনা পাঠানোর বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, মাদক ঠেকাতে যা যা করতে হয় করব। গত সপ্তাহে দেশটির রাজধানী মেক্সিকো সিটির অবস্থা দেখেছি, ওখানে বড় ধরনের সমস্যা আছে।

মেক্সিকোর অনুমতি নিয়েই কি এই ধরনের হামলা চালানো হবে- প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, তিনি সেটার উত্তর দিতে চান না। তবে তার দাবি, তিনি মেক্সিকোর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলে আসছেন ও মেক্সিকো জানে তিনি কী চান।

ট্রাম্পের ভাষায়, আমরা জলপথ বন্ধ করেছি, কিন্তু আমরা সব রুট জানি। প্রতিটি ড্রাগ লর্ডের ঠিকানা পর্যন্ত জানি, তাদের আস্তানার সন্ধানও জানি। তারা আমাদের মানুষ মারছে। এটা যেন যুদ্ধের মতো। আমি কি এটা করব? গর্বের সঙ্গে করব।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন