গাজায় মৃত ৬৯ হাজার ছাড়িয়েছে, ধ্বংসস্তূপে এখনো লাশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ২২: ৫১
ছবি সংগৃহিত।

হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রায় এক মাস পরও গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের নিচ থেকে লাশ উদ্ধারের কাজ চলছে। নতুন করে আরো মৃতদেহ উদ্ধার হওয়ায় নিহতের সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

আলজাজিরার প্রতিবেদনে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯,১৬৯ জন। সম্প্রতি পরিচয় শনাক্তের পর আরো ২৮৪ জনের লাশ স্থানীয় হাসপাতালগুলোতে আনা হয়েছে।

বিজ্ঞাপন

গত তিন দিনে গাজার হাসপাতালগুলোতে আরও ১০টি লাশ পৌঁছেছে। এর মধ্যে নয়জনকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে এবং একজন নতুনভাবে মারা গেছেন। এছাড়া অন্তত ছয়জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

গাজার কর্তৃপক্ষ জানিয়েছে, সীমিত সরঞ্জাম ও মানবসম্পদ নিয়েও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে তারা। ইসরায়েলি হামলায় ব্যাপক ধ্বংসের কারণে এখনো বিপুল সংখ্যক ফিলিস্তিনি নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত