আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সোমালিয়ায় খাদ্যসহায়তা বন্ধ করল যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

সোমালিয়ায় খাদ্যসহায়তা বন্ধ করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র সোমালিয়ায় সমস্ত চলমান খাদ্যসহায়তা কর্মসূচি স্থগিত করেছে। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সোমালিয়ার কর্মকর্তাদের খাদ্যসহায়তা চুরির খবর পাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্মকর্তারা আরো বলেন, তারা “চুরির ব্যাপারে শূন্য সহনশীলতা নীতি” মেনে চলেন।

বিজ্ঞাপন

মার্কিন হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স, ফোরেন অ্যাসিস্ট্যান্স ও রিলিজিয়াস ফ্রিডম বিভাগের সহসচিব জানিয়েছেন, “সোমালিয়ার কর্মকর্তারা মার্কিন অর্থায়িত ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের একটি গোডাউন ধ্বংস করেছে এবং ৭৬ মেট্রিক টন খাদ্যসহায়তা চুরি করে দরিদ্র সোমালিয়ানদের খাদ্য গ্রহণের সুযোগ নষ্ট করেছে।”

মার্কিন কর্মকর্তারা বলেন, ভবিষ্যতে যেকোনো সহায়তা সোমালিয়ান ফেডারেল সরকারের “দায় স্বীকার ও সমাধানের” ওপর নির্ভর করবে। সোমালিয়ার কর্মকর্তারা এ সিদ্ধান্তের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।

সূত্র: এএফপি

এসআর/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন