আমার দেশ অনলাইন
ন্যাটো মহাসচিব মার্ক রুত্তে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের বৈঠক সফলভাবে শেষ হয়েছে। স্থানীয় সময় সোমবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাতকারে তিনি একথা বলেন।
ন্যাটো মহাসচিব আরো বলেন, বৈঠকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা হয়েছে। তবে ইউক্রেনের কিছু ভূখণ্ড রাশিয়ার কাছে হস্তান্তরের সম্ভাবনা নিয়ে কথা বলেননি নেতারা। এমনকি ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার বিষয়েও কোন আলোচনা হয়নি।
ন্যাটোর মহাসচিব বলেছেন, রাশিয়ার সাথে শান্তি চুক্তি হলে যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তায় সহায়তা দেবে। একে তিনি ‘একটি অগ্রগতি’ বলে অভিহিত করেছেন। ইউক্রেনের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র কীভাবে সম্পৃক্ত হবে, সে বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। তবে সোমবারের বৈঠকে ইউক্রেনে মার্কিন সেনা মোতায়েনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়নি।
মার্কিন প্রেসিডেন্ট এবং পুতিনের মধ্যে ফোনালাপ সম্পর্কে জানতে চাইলে রুত্তে বলেন, ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্টকে জেলেনস্কির সাথে বৈঠকে রাজি করাতে সক্ষম হয়েছেন।
ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে গতকাল হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। টানা কয়েক ঘণ্টা কয়েক দফা বৈঠক শেষে সন্ধ্যায় ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরু করেছেন তিনি।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগেমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, বিষয়টি নিয়ে তিনি টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন। হোয়াইট হাউজে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক চলার মধ্যেই পুতিনকে ফোন করেন তিনি।
আরএ
ন্যাটো মহাসচিব মার্ক রুত্তে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের বৈঠক সফলভাবে শেষ হয়েছে। স্থানীয় সময় সোমবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাতকারে তিনি একথা বলেন।
ন্যাটো মহাসচিব আরো বলেন, বৈঠকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা হয়েছে। তবে ইউক্রেনের কিছু ভূখণ্ড রাশিয়ার কাছে হস্তান্তরের সম্ভাবনা নিয়ে কথা বলেননি নেতারা। এমনকি ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার বিষয়েও কোন আলোচনা হয়নি।
ন্যাটোর মহাসচিব বলেছেন, রাশিয়ার সাথে শান্তি চুক্তি হলে যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তায় সহায়তা দেবে। একে তিনি ‘একটি অগ্রগতি’ বলে অভিহিত করেছেন। ইউক্রেনের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র কীভাবে সম্পৃক্ত হবে, সে বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। তবে সোমবারের বৈঠকে ইউক্রেনে মার্কিন সেনা মোতায়েনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়নি।
মার্কিন প্রেসিডেন্ট এবং পুতিনের মধ্যে ফোনালাপ সম্পর্কে জানতে চাইলে রুত্তে বলেন, ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্টকে জেলেনস্কির সাথে বৈঠকে রাজি করাতে সক্ষম হয়েছেন।
ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে গতকাল হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। টানা কয়েক ঘণ্টা কয়েক দফা বৈঠক শেষে সন্ধ্যায় ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরু করেছেন তিনি।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগেমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, বিষয়টি নিয়ে তিনি টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন। হোয়াইট হাউজে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক চলার মধ্যেই পুতিনকে ফোন করেন তিনি।
আরএ
ভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
২১ মিনিট আগেসম্প্রতি বায়ু দূষণ কমানোর জন্য রাজধানীতে পেট্রোলচালিত মোটরবাইকের উপর নিষেধাজ্ঞা জারি করে ভিয়েতনাম প্রশাসন। যা ২০২৬ সালের মাঝামাঝি থেকে কার্যকর হওয়ার কথা। তবে, পরিকল্পিত এই নিষেধাজ্ঞার ফলে ৪.৬ বিলিয়ন ডলারের বাজার হারাবে বলে আশঙ্কা করছে জাপান সরকার এবং দেশের কিছু শীর্ষস্থানীয় নির্মাতা।
৩৩ মিনিট আগেগাজায় সাফল্য অর্জনের জন্য যে অনুকূল পরিস্থিতি পেয়েছিল ট্রাম্পের প্রধান কূটনৈতিক মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ ও তার দল, সেটা ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে তৈরি করা কঠিন হতে পারে, কারণ এই যুদ্ধ প্রায় চার বছর ধরে চলছে।
১ ঘণ্টা আগেইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে যে, তারা মঙ্গলবার গভীর রাতে ব্রায়ানস্ক সীমান্ত অঞ্চলে একটি রাশিয়ান রাসায়নিক কারখানায় যুক্তরাজ্যের সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করেছে।
১ ঘণ্টা আগে