আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ট্রাম্প-জেলেনস্কি বৈঠক নিয়ে কী বললেন ন্যাটো মহাসচিব

আমার দেশ অনলাইন
ট্রাম্প-জেলেনস্কি বৈঠক নিয়ে কী বললেন ন্যাটো মহাসচিব
ছবি: সিএনএন

ন্যাটো মহাসচিব মার্ক রুত্তে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের বৈঠক সফলভাবে শেষ হয়েছে। স্থানীয় সময় সোমবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাতকারে তিনি একথা বলেন।

ন্যাটো মহাসচিব আরো বলেন, বৈঠকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা হয়েছে। তবে ইউক্রেনের কিছু ভূখণ্ড রাশিয়ার কাছে হস্তান্তরের সম্ভাবনা নিয়ে কথা বলেননি নেতারা। এমনকি ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার বিষয়েও কোন আলোচনা হয়নি।

বিজ্ঞাপন

ন্যাটোর মহাসচিব বলেছেন, রাশিয়ার সাথে শান্তি চুক্তি হলে যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তায় সহায়তা দেবে। একে তিনি ‘একটি অগ্রগতি’ বলে অভিহিত করেছেন। ইউক্রেনের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র কীভাবে সম্পৃক্ত হবে, সে বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। তবে সোমবারের বৈঠকে ইউক্রেনে মার্কিন সেনা মোতায়েনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট এবং পুতিনের মধ্যে ফোনালাপ সম্পর্কে জানতে চাইলে রুত্তে বলেন, ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্টকে জেলেনস্কির সাথে বৈঠকে রাজি করাতে সক্ষম হয়েছেন।

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে গতকাল হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। টানা কয়েক ঘণ্টা কয়েক দফা বৈঠক শেষে সন্ধ্যায় ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরু করেছেন তিনি।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগেমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, বিষয়টি নিয়ে তিনি টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন। হোয়াইট হাউজে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক চলার মধ্যেই পুতিনকে ফোন করেন তিনি।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন