আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দীর্ঘ মেয়াদে গাজা দখলে রাখার ইঙ্গিত ইসরাইলের

আমার দেশ অনলাইন

দীর্ঘ মেয়াদে গাজা দখলে রাখার ইঙ্গিত ইসরাইলের
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ জানিয়েছেন, গাজা থেকে কখনো সরে যাবে না তাদের সেনাবাহিনী। সেইসঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তরে ফাঁড়ি স্থাপন করা হবে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার ইসরাইলের বিভিন্ন গণমাধ্যমে তার এ মন্তব্য প্রকাশিত হয়। তিনি এমন সময় এ মন্তব্য করলেন, যখন গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা চলছে। খর টিআরটি ওয়ার্ল্ডের।

মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়নের জন্য চাপ দিচ্ছেন, যার মধ্যে রয়েছে উপত্যকা থেকে ইসরাইলিদের প্রত্যাহার।

বিজ্ঞাপন

অধিকৃত পশ্চিম তীরে বেইত এলের অবৈধ ইসরাইলি বসতি স্থাপনের এক অনুষ্ঠানে কাৎজ বলেন, ‘আমরা গাজার অভ্যন্তরে আছি এবং আমরা কখনই উপত্যকা ছেড়ে যাব না, এমন কিছুই ঘটবে না।’

তিনি বলেন, ‘আমরা গাজায় রয়েছি ইসরাইলকে রক্ষা করার জন্য, যা ঘটেছে (যা আবার ঘটবে) তা প্রতিরোধ করার জন্য।’

কাৎজ আরো বলেন, ‘যখন সময় আসবে, আমরা উত্তর গাজায় ফাঁড়ি স্থাপন করব। আমরা সঠিক উপায়ে এবং উপযুক্ত সময়ে এটি করব।’

কাৎজের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন সাবেক মন্ত্রী ও চিফ অব স্টাফ গাদি আইজেনকোট। তিনি ইসরাইল সরকারের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ সময়ে বিস্তৃত জাতীয় ঐক্যমত্যের বিরুদ্ধে কাজ করার অভিযোগ করেছেন।

ট্রাম্পের পরিকল্পনার পরবর্তী ধাপে রয়েছে, গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের পরিবর্তে এই অঞ্চল পরিচালনার জন্য একটি অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা এবং একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন