যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলে ‘আমি পরোয়া করি না’: কলম্বিয়ার প্রেসিডেন্ট

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২১: ৪৩

যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের সিদ্ধান্তকে পাত্তা না দিয়ে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো পাল্টা অভিযোগ করেছেন । তিনি বলেন, ইসরাইলের গাজা যুদ্ধ নিয়ে সমালোচনা করায় ওয়াশিংটন এ সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

শনিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে পেত্রো লেখেন, "আমার কাছে আর যুক্তরাষ্ট্রে ভ্রমণের ভিসা নেই। আমি পরোয়া করি না। আমার ভিসার দরকার নেই … কারণ আমি শুধু কলম্বিয়ার নাগরিক নই, ইউরোপীয় নাগরিকও বটে। আমি নিজেকে বিশ্বের একজন স্বাধীন মানুষ হিসেবে বিবেচনা করি।"

তার ভিসা নিষেধাজ্ঞা ১৯৪৭ সালের জাতিসংঘ সদর দপ্তর চুক্তির লঙ্ঘন তিনি একথার মাধ্যমে সেদিকেই ইঙ্গিত করেছেন, যে চুক্তিতে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে বিদেশি কূটনীতিকদের প্রবেশাধিকার নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের বাধ্যবাধকতা রয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে ফিলিস্তিনের পক্ষে এক সমাবেশে বক্তব্য রাখেন পেত্রো। তিনি ফিলিস্তিনিদের মুক্তির অগ্রাধিকার দিয়ে একটি বৈশ্বিক সশস্ত্র বাহিনী গঠনের আহ্বান জানান। একই সঙ্গে মার্কিন সেনাদের উদ্দেশে বলেন, "মানুষের দিকে অস্ত্র তাক করবেন না। ট্রাম্পের আদেশ অমান্য করুন, মানবতার আদেশ মেনে চলুন।"

পেত্রোর এই বক্তব্যের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে পোস্ট দিয়ে জানায়, "উসকানিমূলক ও বেপরোয়া কর্মকাণ্ডের কারণে" তাঁর ভিসা বাতিল করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত