আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রকেট গতিতে বাড়ছে মামদানির জনপ্রিয়তা

আমার দেশ অনলাইন

রকেট গতিতে বাড়ছে মামদানির জনপ্রিয়তা
ছবি: সংগৃহীত

ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে শপথ নেবেন জোহরান মামদানি। যখন তিনি নিউইয়র্ক সিটিকে নেতৃত্ব দিতে যাচ্ছেন, তখন তার প্রতি জনপ্রিয়তা বাড়ছে রকেট গতিতে। সেপ্টেম্বরে তার প্রতি সমর্থন যেখানে ছিল ১৪ পয়েন্ট, সেটা ২৪ পয়েন্ট বেড়ে হয়েছে ৩৮ পয়েন্ট। এরআগে কখনই এতোটা জনপ্রিয়তা নিয়ে কেউ মেয়রের দায়িত্ব নেননি। নিউইয়র্ক রাজ্যজুড়ে মামদানির জনপ্রিয়তা ১৫ পয়েন্টের বেশি, যা রেকর্ড।

নববর্ষের দিনে সিটি হলের উদ্বোধনী অনুষ্ঠানে জনসমক্ষে শপথ গ্রহণ করবেন জোহরান মামদানি। শপথ অনুষ্ঠানে তাকে পরিচয় করিয়ে দেবেন প্রগতিশীল আন্দোলনের অন্যতম শীর্ষস্থানীয় নেতা ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। অনুষ্ঠানে আরো থাকবেন বামপন্থি আইকন ও ভার্মন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স। তাকে শপথ পাঠ করাবেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস।

বিজ্ঞাপন

জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণা চালান মামদানি। মামদানি প্রতিশ্রুতি দিয়েছেন, নিউইয়র্ক সিটির বাস হবে দ্রুত গতির, সেইসঙ্গে তা হবে ফ্রি। আর এটা করা হবে বিলিয়নেয়ার ও মিলিয়নেয়ারদের ওপর কর আরোপ করে। তার এই পরিকল্পনার প্রতি জনসর্থন রয়েছে ৫০ শতাংশ। যেখানে বিরোধিতা করছেন ৪১ শতাংশ মানুষ।

এই বছরের ৪ নভেম্বর প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রিও কুওমো এবং রিপাবলিকান কার্টিস স্লিওয়ারকে বিপুল ভোটে হারিয়ে জয়ী হন মামদানি। এরমধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো মুসলমান ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নেতা নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হন। গত ১০০ বছরের মধ্যে নিউইয়র্ক সিটির সর্বকনিষ্ঠ মেয়র হচ্ছেন ৩৪ বছর বয়সী মামদানি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন