একসঙ্গে তিনটি রিমোর্ট-সেন্সিং স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে ইরান। রোববার রাশিয়ার ভোস্টোচনি কসমোড্রোম থেকে স্যাটেলাইটগুলো কক্ষপথে পাঠানো হয়। এ নিয়ে সপ্তমবারের মতো স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য রাশিয়ার রকেট ব্যবহার করল ইরান। খবর বার্তা সংস্থা মেহেরের।
টোলু-৩, জাফর-২ ও কাউসার-১.৫ নামের তিনটি ইরানি স্যাটেলাইট রাশিয়ার ভস্তোচনি স্পেসপোর্টে সয়ুজ-২.১বি উৎক্ষেপণযানের সঙ্গে সংযুক্ত করা হয়। পরে রাশিয়ার ভস্তোচনি কসমোড্রোম থেকে মাল্টি-পে-লোড মিশনের অংশ হিসেবে সেগুলো কক্ষপথে পাঠানো হয়।
ইরানের স্পেস এজেন্সির প্রধান হাসান সালারিহ বলেন, ‘এই উৎক্ষেপণ দেশটির মহাকাশ খাতের জন্য এক উজ্জ্বল ভবিষ্যতের বার্তা দিচ্ছে। একই সঙ্গে এটিই প্রথমবার, ইরান একসঙ্গে একাধিক স্যাটেলাইট মহাকাশে পাঠাল।’
এই মিশনে অন্তর্ভুক্ত টোলু-৩ ইরানের ইতিহাসে সবচেয়ে ভারী স্যাটেলাইট। এর ওজন ১৫০ কেজি এবং এটি এখন পর্যন্ত ইরানের সবচেয়ে উন্নত পর্যবেক্ষণ স্যাটেলাইট। টোলু-৩ এর প্রায় ৮০ শতাংশ উপাদান ইরানে তৈরি, যা স্যাটেলাইট ক্লাস্টার প্রযুক্তির স্বদেশীকরণে একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। ইরান আগামী বছর ‘শহীদ সোলাইমানি’ নামে তাদের প্রথম টেলিযোগাযোগ স্যাটেলাইট ক্লাস্টার উৎক্ষেপণের পরিকল্পনাও করছে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


তাইওয়ানের চারপাশে সামরিক মহড়ার ঘোষণা চীনের
ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ১৬