আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ওয়াংচুক বাংলাদেশ এসেছিলেন, রয়েছে পাকিস্তান সংশ্লিষ্টতা: দাবি লাদাখ পুলিশের

আমার দেশ অনলাইন
ওয়াংচুক বাংলাদেশ এসেছিলেন, রয়েছে পাকিস্তান সংশ্লিষ্টতা: দাবি লাদাখ পুলিশের
ছবি: এনডিটিভি

ভারতের সমাজকর্মী ও লাদাখের রাজ্য মর্যাদা আন্দোলনের নেতা সোনম ওয়াংচুকের পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার এমনটাই জানিয়েছেন লাদাখ পুলিশের ডিজি এসডি সিংহ জামওয়াল। ওয়াংচুক বাংলাদেশ সফর করেছেন বলেও জানান তিনি। খবর আনন্দবাজারের

সম্প্রতি পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজন গ্রেপ্তার হন। ডিজি জানান, ওই ব্যক্তি ওয়াংচুকের বিভিন্ন বিক্ষোভ কর্মসূচির ভিডিয়ো সীমান্তের ওপারে পাঠাতেন।

বিজ্ঞাপন

লাদাখের রাজ্য স্বীকৃতির দাবিতে বিক্ষোভের জেরে গত বুধবার অশান্ত হয়ে ওঠে লাদাখ। সহিংসতায় চারজনের মৃত্যু হয়। ওই ঘটনার পরে শুক্রবার ওয়াংচুককে গ্রেপ্তার করে লাদাখ পুলিশ। তার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। বর্তমানে রাজস্থানের জোধপুরের একটি জেলে রাখা হয়েছে ওয়াংচুককে।

‘থ্রি ইডিয়টস’ সিনেমায় আমির খানের ‘র‌্যাঞ্চো’ চরিত্রটি বানানো হয়েছিল পরিবেশকর্মী ওয়াংচুকের আদলেই। তার গ্রেপ্তার প্রসঙ্গে শনিবার লাদাখ পুলিশের ডিজি বলেন, ‘তদন্তে ওয়াংচুকের বিরুদ্ধে যা পাওয়া গেছে, তা এখনই প্রকাশ্যে আনা যাবে না। তদন্ত প্রক্রিয়া এখনো চলছে।’

বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন (এফসিআরএ) লঙ্ঘনের অভিযোগ উঠেছে লাদাখের এই পরিবেশকর্মীর বিরুদ্ধে। সেটিরও তদন্ত চলছে।

ডিজি বলেন, ‘আমাদের হাতে একজন ‘পাকিস্তানি ইন্টেলিজেন্স অপারেটিভ’ (পিআইও) ধরা পড়েছেন। তিনি ওয়াংচুকের বিভিন্ন বিক্ষোভের ভিডিয়ো সীমান্তের ওপারে পাঠাতেন।’

এক পাকিস্তানি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে তার যোগ দেয়া এবং বাংলাদেশ সফরের কথাও উল্লেখ করেন লাদাখ পুলিশের ডিজি। ওয়াংচুকের বেশ কিছু বিদেশ সফরকে ‘সন্দেহজনক’ বলে অভিহিত করেন তিনি।

লাদাখকে রাজ্যের স্বীকৃতির দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করছেন ইঞ্জিনিয়ার, গবেষক, সমাজকর্মী ওয়াংচুক।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন