গাজা উপত্যকায় ২০২৩ সালের অক্টোবর থেকে চালানো ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা ৫৯ হাজার ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার একথা জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে যে গত ২৪ ঘন্টায় ১৩৪ জনের লাশ হাসপাতালে আনা হয়েছে। আহতের সংখ্যা এক হাজার ১৫৫ জন। এ নিয়ে ইসরাইলি আক্রমণে আহতের সংখ্যা এক লাখ ৪২ হাজার ১৩৫ জনে দাঁড়িয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরাইলের বর্বর সামরিক অভিযানে মারা যাওয়া ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৫৯ হাজার ২৯ জনে পৌঁছেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধকে তারা ‘গণহত্যামূলক অভিযান’ হিসেবে বর্ণনা করেছে।
স্বাস্থ্যমন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
মন্ত্রণালয় আরো উল্লেখ করেছে যে গত ২৪ ঘন্টায় মানবিক সাহায্য পেতে গিয়ে ৯৯ জন ফিলিস্তিনি নিহত এবং ৬৫০ জনেরও বেশি আহত হয়েছে। যার ফলে গত ২৭ মে থেকে এখন পর্যন্ত সাহায্য নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির মোট সংখ্যা ১,০২১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো ৬,৫১১ জন।
গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
গাজা উপত্যকায় যুদ্ধের জন্য ইসরাইল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ২৮ দেশের আহ্বান
পরমাণু কর্মসূচি থেকে সরবে না ইরান: আরাগচি