আমার দেশ

যুদ্ধবিরতির পরই চীন গেলেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী

আমার দেশ অনলাইন
যুদ্ধবিরতির পরই চীন গেলেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী

যুদ্ধবিরতির পরই ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ চীনের কিংদাও শহরে পৌঁছেছেন সাংহাই শহরে। সেখানে তিনি কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) প্রতিরক্ষা সম্মেলনে অংশ নিবেন।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী এমন সময় চীন সফর করছেন যখন পশ্চিমা বিশ্ব তার ওপর নজর রাখছে। এছাড়া ইরান-ইসরাইল যুদ্ধের পর তেহরান চাপে রয়েছে। ইরান পশ্চিমাদের স্পষ্ট বার্তা দিচ্ছে—তারা দৃষ্টি ঘুরিয়ে নিচ্ছে পূর্ব দিকে।

বিজ্ঞাপন

চীন ও তার আঞ্চলিক জোটের সঙ্গে সম্পর্ক আরো গভীর করছে ইরান, এমন এক সময়ে যখন পরমাণু উত্তেজনা চরমে এবং আইএইএ-এর সঙ্গে সহযোগিতা ভেঙে পড়ছে।

‘বাঙ্কার বাস্টার’ থেকে শুরু করে বেইজিংয়ের বোর্ডরুম পর্যন্ত—এই সংঘাতের পরবর্তী অধ্যায় হয়তো আর মধ্যপ্রাচ্যে নয়, গড়ে উঠবে সম্পূর্ণ নতুন একটি ভূরাজনৈতিক মানচিত্রে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন