আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাতিসংঘে ইসরাইলের সদস্যপদ স্থগিতে কাজ করবে ওআইসি

আমার দেশ অনলাইন
জাতিসংঘে ইসরাইলের সদস্যপদ স্থগিতে কাজ করবে ওআইসি
ছবি: বার্তা সংস্থা মেহের

জাতিসংঘে ইসরাইলের সদস্যপদ স্থগিত করতে কাজ করবে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। সোমবার গাজা ইস্যুতে সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠকের পর চূড়ান্ত ঘোষণায় এ কথা জানানো হয়। খবর বার্তা সংস্থা মেহেরের

ওয়াইসি’র ওয়েবসাইটে প্রকাশিত চূড়ান্ত ঘোষণায়, ‘সদস্য রাষ্ট্রগুলোকে জাতিসংঘে ইসরাইলের সদস্যপদ জাতিসংঘ সনদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা আরো খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে ওআইসি। কারণ ইসরাইল সদস্যপদ লাভের জন্য প্রয়োজনীয় শর্তাবলীর স্পষ্ট লঙ্ঘন করছে এবং জাতিসংঘের প্রস্তাবগুরোর প্রতি তার ধারাবাহিক অবজ্ঞা প্রদর্শন করছে। সেইসঙ্গে জাতিসংঘে ইসরাইলের সদস্যপদ স্থগিত করার জন্য প্রচেষ্টা সমন্বিত করা উচিত বলে মনে করে ওআইসি।’

বিজ্ঞাপন

ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) গাজা উপত্যকায় সংঘাত নিরসনের জন্য শান্তি প্রচেষ্টা ইসরাইলের প্রত্যাখ্যান এবং ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য মধ্যস্থতাকারীদের সঙ্গে সহযোগিতা করতে অনীহার নিন্দা জানিয়েছে।

এতে আরো বলা হয়েছে, ‘এটি চলমান যুদ্ধ ও যুদ্ধবিরতির উদ্যোগ ইচ্ছাকৃতভাবে অবহেলার জন্য ইসরাইলকে দায়ী করে, যার ফলে মানবিক বিপর্যয়, জিম্মি ও বন্দিদের চলমান আটক এবং বেসামরিক নাগরিকদের মৌলিক মানবিক সহায়তা থেকে বঞ্চিত করা হচ্ছে।’

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ৬২ হাজার৬০০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। সামরিক অভিযানের ফলে উপত্যকাটি ধ্বংস হয়ে গেছে, দুর্ভিক্ষের মুখোমুখি এখানকার মানুষ।

গত নভেম্বরে, আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন