ইমরান খান মুক্তি পেতে পারেন, বাড়ছে জল্পনা

আমার দেশ ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৫, ২৩: ১৪

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খান বুধবার জামিনে মুক্তি পেতে পারেন বলে জল্পনাকল্পনা ছড়িয়ে পড়েছে।

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারিও বলেছেন, ইমরান খানকে আদালত জামিন দিলে ও মুক্তি পেলে তাদের আপত্তি নেই।

বিজ্ঞাপন

তিনি বলেন, আদালত পিটিআই প্রতিষ্ঠাতাকে জামিনে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিলে আমরা এর বিরোধিতা করব না। জামিন তার অধিকার এবং আমি বা আমার দল কেউই এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করব না। সোমবার ব্রিটিশ স্কাই নিউজ টিভি চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, পাকিস্তানের প্রতিটি মামলা অবশ্যই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

ইমরান খান আগামীকাল বুধবার আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেতে পারেন, এমনটাই দাবি করেছেন পিটিআই-এর প্রধান নেতা গওহর আলী খান।

তিনি জানিয়েছেন, ওই দিন ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির দণ্ড বাতিলের আপিল ও জামিন সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে। ১১ জুন ইমরান ও বুশরার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে।

সূত্র: সামা টিভি

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত