ইরান-মার্কিন পরমাণু আলোচনা বাতিল, জানালো ওমান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০২: ১১
ইসরাইলের তেলআবিবে ইরানের পাল্টা হামলা। ছবি: আল জাজিরা

রোববার ওমানের রাজধানী মাস্কটে পূর্বনির্ধারিত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হবে না বলে জানানো হয়েছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি শনিবার এক্স-এ দেয়া পোস্টে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা ও আল জাজিরা এ খবর দিয়েছে। দুই দেশের মধ্যকার পরমাণু আলোচনায় মধ্যস্থতা করছিল ওমান।

খবরে বলা হয়েছে, ইরান যাতে পারমাণবিক অস্ত্রের অধিকারী না হতে পারে, সেজন্য দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করার জন্য শুক্রবার ভোর থেকে তেহরানের বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরাইল। ওই হামলায় দেশটির সশস্ত্রবাহিনীর প্রধানসহ বেশ কয়েকজন কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।

এছাড়া ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতেও বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এমন প্রেক্ষাপটে পূর্বনির্ধারিত পরমাণু আলোচনা বাতিল করা হয়েছে বলে আলবুসাইদির বিবৃতিতে জানানো হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত