মাদক পাচারের বিরুদ্ধে চলমান মার্কিন অভিযানে দুটি নতুন হামলায় আটজন নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। এর ফলে যুক্তরাষ্ট্রের মাদক পাচারকারীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ১১৫ জনে দাঁড়িয়েছে।
মধ্য ও দক্ষিণ আমেরিকায় মার্কিন বাহিনীর কার্যক্রমের দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড মঙ্গলবার ও বুধবার দুটি হামলা পরিচালনার কথা নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জানায়, "প্রথম নৌকায় থাকা তিনজন মাদক পাচারকারী প্রথম হামলায় নিহত হন। বাকিরা অন্য দুটি নৌকা থেকে লাফিয়ে পড়ে পানিতে নেমে নিরাপদ দূরত্বে চলে যান, পরে সেই নৌকাগুলো ডুবিয়ে দেওয়া হয়।"
এই বিবৃতির সঙ্গে একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে নৌকাগুলো একত্রে চলতে থাকা অবস্থায় একাধিক বিস্ফোরণের পর ডুবে যেতে দেখা যায়। তবে অবস্থান সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। পূর্ববর্তী হামলাগুলো সাধারণত ক্যারিবীয় বা পূর্ব প্যাসিফিক অঞ্চলে পরিচালিত হয়েছিল।
সামরিক বাহিনী বলেছে, কোস্টগার্ডকে জানানো হয়েছে, যাতে তারা ‘সার্চ অ্যান্ড রেসকিউ সিস্টেম’ সক্রিয় করে। এর আগে গত সেপ্টেম্বরের একটি হামলার পর উল্টে যাওয়া নৌকায় ফের হামলা চালিয়ে বেঁচে থাকা ব্যক্তিদের হত্যার পর যুক্তরাষ্ট্র প্রবল সমালোচনার মুখে পড়েছিল। কিছু ডেমোক্রেটিক আইনপ্রণেতা ও আইন বিশেষজ্ঞ মনে করেন, ওই হামলায় অপরাধ সংঘটিত হয়েছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ও কিছু রিপাবলিকান আইনপ্রণেতা বলছেন, হামলাটি আইনসংগতই ছিল।
এসআর/এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

