আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভারতের ওপর আরো শুল্ক চাপানোর হুমকি ট্রাম্পের

আমার দেশ অনলাইন

ভারতের ওপর আরো শুল্ক চাপানোর হুমকি ট্রাম্পের

রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে ভারতকে আবারো সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, নয়াদিল্লি যদি রুশ তেল কেনা অব্যাহত রাখে, তাহলে ভারতীয় পণ্যের ওপর আরও বাড়তি শুল্ক আরোপ করতে পারে ওয়াশিংটন। তবে একই সঙ্গে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসাও করেন।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব মন্তব্য করেন। তিনি বলেন, রুশ তেল কেনার ক্ষেত্রে সহযোগিতা না করলে ভারতের ওপর শুল্ক আরো বাড়ানো হতে পারে। যদিও তিনি দাবি করেন, ভারত ইতোমধ্যে রাশিয়া থেকে তেল আমদানি কিছুটা কমিয়েছে।

ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদিকে তিনি একজন “খুব ভালো মানুষ” হিসেবে মনে করেন এবং মোদি জানতেন যে এ বিষয়ে তিনি অসন্তুষ্ট। তার ভাষায়, ভারত মূলত তাকে খুশি রাখার চেষ্টা করছে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র চাইলে খুব দ্রুতই ভারতের ওপর শুল্ক বাড়াতে পারে।

এই সতর্কবার্তা এমন এক সময়ে এলো, যখন রাশিয়ার সঙ্গে ভারতের জ্বালানি বাণিজ্য নিয়ে ওয়াশিংটনের নজরদারি জোরদার হয়েছে। অন্যদিকে ভারত বলছে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই তাদের রুশ তেল আমদানি প্রয়োজন।

উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে ট্রাম্প ও মোদির মধ্যে টেলিফোনে আলোচনা হয়। সে সময় শুল্ক নিয়ে টানাপোড়েনের মধ্যেও দ্বিপক্ষীয় বাণিজ্য সচল রাখার ওপর গুরুত্ব দেন দুই নেতা। এর পরই ভারত ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে দীর্ঘদিনের বাণিজ্য জট নিরসনে নতুন করে আলোচনা শুরু হয়।

এর আগে গত আগস্টে রাশিয়া থেকে কম দামে তেল কেনার অভিযোগে ভারতের ওপর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিল।

এদিকে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর বিশ্বরাজনীতিতে আবারও তেল ইস্যু গুরুত্ব পাচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল ভান্ডার থাকা সত্ত্বেও নিষেধাজ্ঞা ও বিনিয়োগের সংকটে ভেনেজুয়েলার তেল উৎপাদন কমে দৈনিক প্রায় ১০ লাখ ব্যারেলে নেমে এসেছে। ওপেকের তথ্যমতে, বৈশ্বিক প্রমাণিত তেল ভান্ডারের প্রায় ১৭ শতাংশই ভেনেজুয়েলায় অবস্থিত।

এসআর/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...