আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অনির্দিষ্টকালের অনশনে ফ্লোটিলায় আটক অভিযাত্রীরা

আতিকুর রহমান নগরী

অনির্দিষ্টকালের অনশনে ফ্লোটিলায় আটক অভিযাত্রীরা

আন্তর্জাতিক জলসীমায় ইসরাইলি বাহিনীর অবৈধ হামলার পর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বন্দীরা অনির্দিষ্টকালের জন্য অনশন ধর্মঘট শুরু করেছেন। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল কমিটি টু ব্রেক দ্য সিজ অফ গাজা।

শুক্রবার তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে কমিটি জানায়, মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলার যাত্রীদের মধ্যে কয়েকজন বন্দী তাদের আটকের মুহূর্ত থেকেই উন্মুক্ত অনশন ধর্মঘটে অংশ নিচ্ছেন।

এর আগে বৃহস্পতিবার ইসরাইলি নৌবাহিনী গাজার উদ্দেশ্যে রওনা দেওয়া ফ্লোটিলার ৪৪টি জাহাজের প্রায় সবকটি জব্দ করে এবং ৫০টিরও বেশি দেশের ৪৫০ জনেরও বেশি মানবিক কর্মীকে আটক করে। এই ফ্লোটিলা ইসরাইলের দীর্ঘমেয়াদি অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে চেয়েছিল।

জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা বারবার সতর্ক করেছে, গাজা এখন বসবাসের অযোগ্য হয়ে উঠছে; সেখানে দুর্ভিক্ষ ও রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। এই প্রেক্ষাপটে ফ্লোটিলার মানবিক প্রচেষ্টা ও বন্দীদের প্রতিবাদ আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

উল্লেখ্য, প্রায় ১৮ বছর ধরে ইসরায়েল প্রায় ২৪ লক্ষ মানুষের বাসস্থান গাজায় কঠোর অবরোধ বজায় রেখেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় ৬৬,২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন