পেরুর প্রেসিডেন্টের বেতন দ্বিগুণ করায় ব্যাপক সমালোচনা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১০: ৩৬
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১০: ৪৪

পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে নিজের মাসিক বেতন দ্বিগুণ বাড়িয়ে প্রায় ১০ হাজার ডলার (১২ লাখ ২৬ হাজার টাকা) বৃদ্ধি করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। পেরুর ক্ষুব্ধ সমালোচনাকারীরা বলছেন, তিনি বেতন না বাড়িয়ে এই অর্থ দরিদ্রদের কল্যাণে ব্যয় করতে পারবেন।

২ জুলাই বুধবার পেরুর অর্থমন্ত্রী জানিয়েছেন, প্রেসিডেন্টের নতুন বেতন ৩৫ হাজার ৫৬৮ সোলেস (১০ হাজার ৬৭ ডলার) নির্ধারণ করা হয়েছে, যা দেশের ন্যূনতম মজুরির ৩০ গুণ। আগে তাঁর বেতন ছিল ১৫ হাজার ৬০০ সোলেস (৪ হাজার ৪০০ ডলার), যা ২০০৬ সালে প্রেসিডেন্ট অ্যালেন গার্সিয়া স্থির করেছিলেন।

পেরুর সরকার দাবি করেছে, লাতিন আমেরিকার ১২ দেশের মধ্যে বলুয়ার্তের আগের বেতন ছিল ১১তম স্থানে, শুধু বলিভিয়ার প্রেসিডেন্টের চেয়ে বেশি। তবে এই দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি। গত বছর এক প্রতিবেদনে লাতিন আমেরিকার প্রেসিডেন্টদের বেতন ৩ হাজার থেকে ২২ হাজার ডলার পর্যন্ত উল্লেখ করা হয়েছিল।

এ সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন লিমার এক পেনশনভোগী রোলান্দো ফনসেকা। তাঁর মতে, ‘দেশে দারিদ্র্য চরম পর্যায়ে, এমন সময় প্রেসিডেন্টের উচিত ছিল উদাহরণ সৃষ্টি করা।’

বলুয়ার্তের জনপ্রিয়তা এখন তলানিতে। জরিপে তাঁর সমর্থন মাত্র ২-৪%। তাঁর পূর্বসূরি পেদ্রো কাস্তিয়োকে ক্ষমতাচ্যুত ও গ্রেপ্তার করা হয়েছিল।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত