সরকার বিরোধী বিক্ষোভ
সরকার বিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন পেরুর নতুন প্রেসিডেন্ট হোসে জেরি। বুধবার রাজধানী লিমায় পার্লামেন্ট ভবনের সামনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এরপর থেকেই প্রেসিডেন্টের পদত্যাগের দাবি জোড়ালো হয়।
অপরাধ দমনে সরকারের ব্যর্থতার অভিযোগে বিক্ষোভে আবার উত্তাল হয়ে উঠেছে লাতিন আমেরিকার দেশ পেরু। বুধবার রাজধানী লিমায় পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয় বিক্ষোভকারীরা। ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এতে একজন নিহত ও আহত হয়েছেন শতাধিক মানুষ।
বিক্ষোভে অংশ নেওয়া গ্ল্যাডিস নামে এক নারী ক্ষোভ প্রকাশ করে বলেন, আজকের দিনে গণতন্ত্র আগের চেয়ে কমে গেছে। ভয় আর চাঁদাবাজির কাছে মানুষ বন্দি হয়ে পড়েছে। আরেক বিক্ষোভকারী সেলেন আমাসিফুয়েনের দাবি, ‘কংগ্রেস জনগণের আস্থা হারিয়েছে; অথচ তারা দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।
পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে নিজের মাসিক বেতন দ্বিগুণ বাড়িয়ে প্রায় ১০ হাজার ডলার (১২ লাখ ২৬ হাজার টাকা) বৃদ্ধি করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।