আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চিলি সীমান্তে জরুরি অবস্থা জারি করতে যাচ্ছে পেরু

আমার দেশ অনলাইন

চিলি সীমান্তে জরুরি অবস্থা জারি করতে যাচ্ছে পেরু
ছবি: সংগৃহীত

চিলির সীমান্তে জরুরি অবস্থা জারি করা হবে বলে ঘোষণা দিয়েছেন পেরুর প্রেসিডেন্ট হোসে জেরি। শুক্রবার সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি এ ঘোষণা দেন। অবৈধ অভিবাসীদের প্রবেশ রোধ করতে এ পদক্ষেপ নেয়া হচ্ছে। জেরি বলেন, চিলি থেকে অভিবাসীদের আগমন পেরুর জনসাধারণের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। খবর আল জাজিরার।

তিনি বলেন, ‘অনুমোদন ছাড়া অভিবাসীদের অনুপ্রবেশের ঝুঁকি এড়াতে আমরা চিলির সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করতে যাচ্ছি।’

বিজ্ঞাপন

জেরি বলেন, চিলি থেকে অভিবাসীদের আগমন পেরুর প্রায় ৩৪ মিলিয়ন জনসংখ্যার নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।

পেরুর পুলিশ জেনারেল আর্তুরো ভালভার্দে জানিয়েছেন, শুক্রবার সীমান্ত পার হয়ে কমপক্ষে ১০০ জন পেরুতে প্রবেশের চেষ্টা করেন।

জেরি এমন সময় এই বিবৃতি দিলেন যখন চিলিতে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের মাত্র দুই সপ্তাহ বাকী। অতি-ডানপন্থী প্রার্থী হোসে আন্তোনিও কাস্ট প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি জিতলে চিলিতে থাকা অভিবাসীদের আটক করে বহিষ্কার করবেন।

তার বক্তব্যের কারণে পেরুতে অনুপ্রবেশের সংখ্যা বেড়েছে, যাদের বেশিরভাগই ভেনেজুয়েলার নাগরিক। দীর্ঘদিন ধরে দেশে অর্থনৈতিক সংকটের কারণে চিলিতে কাজের সুযোগ খুঁজছিলেন তারা।

জেরি নিজেও একজন অতি-ডানপন্থী নেতা। তিনি সামাজিকমাধ্যমে দেয়া পোস্টে জরুরি অবস্থা জারি সম্পর্কে গণমাধ্যমে প্রচারিত জল্পনা নিশ্চিত করেছেন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...