আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পেরুর নদী বন্দরে ভূমিধসে নৌকা ডুবি, নিহত ১২

আমার দেশ অনলাইন

পেরুর নদী বন্দরে ভূমিধসে নৌকা ডুবি, নিহত ১২
মধ্য পেরুর একটি নদী বন্দরে নোঙর করা দুটি নৌকা ভূমিধসে ডুবে যাওয়ার পর কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে, আরও কয়েক ডজন নিখোঁজ রয়েছে। ছবি: সংগৃহীত

পেরুর মধ্যাঞ্চলের ইপারিয়া নদী বন্দরে ভূমিধসের কারণে নোঙর করা দুটি নৌকা ডুবে কমপক্ষে ১২ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। এছাড়া, নৌকা ডুবিতে কয়েক ডজন লোক নিখোঁজ রয়েছে বলে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।

পুলিশের প্রতিবেদনের ভিত্তিতে পেরুর রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্দিনা জানায়, উকায়ালি অঞ্চলের আমাজন জঙ্গলে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। তবে নৌকায় মোট কতজন ছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

নৌবাহিনীর ক্যাপ্টেন জোনাথন নভোয়া এএফপিকে জানান, “এ পর্যন্ত নয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, ২৫ জন আহত এবং প্রায় ৪০ জন নিখোঁজ।” কর্তৃপক্ষ পরিবারদের সঙ্গে সমন্বয় করে নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা করছে।

ইউটিভি নোটিসিয়াস চ্যানেলে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ডুবে যাওয়া নৌকাগুলোর লাগেজ ও মালামাল নদীতে ভেসে যাওয়ার সময় হতবিহ্বল মানুষজন নদীর তীরে দৌড়াদৌড়ি করছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...