জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১৩: ২১
আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১৩: ২১
ছবি: সংগৃহীত

দুর্নীতি ও ক্রমবর্ধমান অপরাধের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভের জেরে রাজধানী লিমা এবং বন্দর প্রদেশ ক্যালাওতে ৩০ দিনের জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট হোসে জেরি। ক্রমবর্ধমান অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছেন তিনি। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

মঙ্গলবার জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত অনুমোদন দেয় মন্ত্রী পরিষদ। এরপর মঙ্গলবার মধ্যরাতের পর থেকে কার্যকর হয়।

বিজ্ঞাপন

জরুরি অবস্থা জারির কারণে কিছু সাংবিধানিক অধিকার সাময়িকভাবে স্থগিত থাকবে, যার মধ্যে সমাবেশ ও চলাচলের স্বাধীনতা অন্তর্ভুক্ত রয়েছে। জরুরি অবস্থা চলাকালে নিরাপত্তা বাহিনীর যৌথ টহল এবং অপরাধ দমনে হস্তক্ষেপ করার অনুমতি থাকবে।

প্রেসিডেন্ট টেলিভিশনে দেয়া ভাষণে বলেন, ‘অপরাধের বিরুদ্ধে আমরা এখন আত্মরক্ষার অবস্থা থেকে আক্রমণাত্মক কৌশলে যাচ্ছি। এটি এমন একটি লড়াই যা দেশে শান্তি, প্রশান্তি এবং আস্থা পুনরুদ্ধার করতে সাহায্য করবে।’

এই মাসের শুরুতে সাবেক প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তেকে ক্ষমতা থেকে অপসারণের পর হোসে জেরি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। এরপর তিনি একটি নতুন মন্ত্রিসভা গঠন করেন এবং অপরাধ দমনকে তার সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেন।

আরএ

গভীর রাতে বিএনপি নেতার বিরুদ্ধে ওএমএসের চাল বিক্রির অভিযোগ

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য আফতাব হোসেন

মোটরবাইক নিষেধাজ্ঞায় বিলিয়ন ডলারের বাজার হারানোর শঙ্কায় ভিয়েতনাম

বিএনপি নেতার চাপে জুলাই হত্যা মামলার দুই আসামিকে ছেড়ে দিলেন ওসি

সাবেক আইজিপি মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত