আবার বিক্ষোভে উত্তাল পেরু

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১৫: ৫৯
ছবি: সংগৃহীত

অপরাধ দমনে সরকারের ব্যর্থতার অভিযোগে বিক্ষোভে আবার উত্তাল হয়ে উঠেছে লাতিন আমেরিকার দেশ পেরু। বুধবার রাজধানী লিমায় পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয় বিক্ষোভকারীরা। ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এতে একজন নিহত ও আহত হয়েছেন শতাধিক মানুষ। খবর ফ্রান্স২৪ এর।

জেন-জি আন্দোলকারীদের ডাকে রাজধানী লিমাসহ আরো কয়েকটি শহরে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীরা লিমায় পার্লামেন্ট ভবনের সামনে ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। কেউ কেউ পাথর ছোড়ে। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ছোড়ে পুলিশ।

বিজ্ঞাপন

এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপকত সংঘর্ষ হয়। এতে অন্তত একজন নিহত ও আহত হয়ে শতাধিক মানুষ। আহতদের মধ্যে ৫৫ জন পুলিশ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মাত্র ছয়দিন আগে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন প্রেসিডেন্ট হোসে জেরি। এরআগে, সদ্য সাবেক প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের বিরুদ্ধেও আন্দোলন করেছিল তরুণরা। সেই আন্দোলনের মুখে পদত্যাগ করেন তিনি।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত