আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভেনেজুয়েলায় দ্বিতীয় দফায় হামলার হুমকি ট্রাম্পের

আমার দেশ অনলাইন

ভেনেজুয়েলায় দ্বিতীয় দফায় হামলার হুমকি ট্রাম্পের
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

সহযোগিতা না করলে ভেনেজুয়েলায় দ্বিতীয় দফায় হামলা করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ হুমকি দেন।

তিনি ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে কথা বলেছেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা সেইসব লোকজনের সঙ্গে কাজ করছি যারা সবেমাত্র শপথ নিয়েছেন। আমাকে জিজ্ঞাসা করবেন না কে দায়িত্বে আছেন, কারণ আমি আপনাকে উত্তর দেব, আর তা নিয়ে বিতর্ক হবে।’ বিষয়টি স্পষ্ট করতে বললে তিনি জানান, ‘এর অর্থ আমরা দায়িত্বে আছি।’

বিজ্ঞাপন

এরআগে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘ভারসাম্যপূর্ণ ও সম্মানজনক’ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। মার্কিন বাহিনী কারাকাসে হামলা চালিয়ে বামপন্থি নেতা নিকোলাস মাদুরোকে আটক করার পর রোববার তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার মধ্যে একটি ভারসাম্যপূর্ণ এবং সম্মানজনক সম্পর্কের দিকে এগিয়ে যাওয়াকে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করি।’

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন