আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ট্রাম্পের অভিবাসননীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

আমার দেশ অনলাইন

ট্রাম্পের অভিবাসননীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসননীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। বিভিন্ন শ্রমিক ইউনিয়ন এবং বামপন্থি ও নাগরিক সংগঠনগুলো এই বিক্ষোভের আয়োজন করে। দেশজুড়ে বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গলবার এ বিক্ষোভ হয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

মিনিয়াপলিসে একজন ফেডারেল এজেন্টের গুলিতে একজন নিহতের প্রতিবাদে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার ওয়াশিংটনে জড়ো হন শত শত বিক্ষোভকারী। পাশাপাশি উত্তর ক্যারোলাইনার অ্যাশভিলের মতো ছোট শহরগুলোতেও বিক্ষোভ হয়। এ সময় বিক্ষোভকারীরা ‘নো আইসিই, নো কেকেকে, নো ফ্যাসিস্ট ইউএসএ’ স্লোগান দেন।

ট্রাম্প প্রশাসন বলছে, অবৈধ অভিবাসীদের বহিষ্কার তাদের নির্বাচনি ম্যান্ডেট। তবে সাম্প্রতিক মতামত জরিপগুলোতে দেখা যায়, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আমেরিকান ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এবং অন্যান্য ফেডারেল সংস্থার কর্মকর্তাদের বলপ্রয়োগের বিরোধী যুক্তরাষ্ট্রের বেশির ভাগ মানুষ।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভে যোগ দেন। ওহাইওর ক্লিভল্যান্ডে বিক্ষোভকারীরা ‘ঘৃণা নেই, ভয় নেই, শরণার্থীরা স্বাগত’ এই স্লোগান দেন। অন্যদিকে নিউ মেক্সিকোর সান্তা ফেতে হাই স্কুলের শিক্ষার্থীরা তাদের ক্লাস ছেড়ে বিক্ষোভ সমাবেশে যোগ দেন। সান ফ্রান্সিসকো, সিয়াটলসহ অন্য শহরগুলোতেও সমাবেশের পরিকল্পনা করা হয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন