অর্ধশত তুর্কি যুদ্ধবিমান কিনলো ইন্দোনেশিয়া

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ১১ জুন ২০২৫, ২০: ৪৯
আপডেট : ১১ জুন ২০২৫, ২১: ০০

বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া তুরস্ক থেকে পঞ্চম প্রজন্মের ৪৮টি ফাইটার জেট কেনার চুক্তি সই করেছে। যার মোট মূল্য ১০ বিলিয়ন ডলারের বেশি। বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

জাকার্তায় অনুষ্ঠিত ইন্দো ডিফেন্স ২০২৫ প্রদর্শনীতে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যেখানে তুর্কি প্রতিরক্ষা খাতের বিভিন্ন কোম্পানি অংশ নিয়েছে।

এই চুক্তির মেয়াদ হবে ১০ বছর এবং এর আওতায় কিছু কান জেটের যন্ত্রাংশ ইন্দোনেশিয়ায় যৌথভাবে উৎপাদন করা হবে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ানতোকে ধন্যবাদ জানিয়ে এরদোয়ান বলেন, এটি তুরস্কের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিরক্ষা শিল্প রপ্তানি চুক্তি।

তুর্কি প্রতিরক্ষা শিল্প বিশ্লেষক ইউসুফ আকবাবা বলেন, এই চুক্তি কান প্রকল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

আজারবাইজান গত বছর এই প্রকল্পে অংশগ্রহণের ঘোষণা দেয়, আর জানুয়ারিতে খবর আসে যে সৌদি আরবও এই প্রকল্পে অংশীদার হতে চায়, কিন্তু তা এখনো বাস্তবায়ন হয়নি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত