সরাসরি

ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া: পুতিন

২১: ৫৩

ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া: পুতিন

ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উন্নয়নে সহায়তা করতে প্রস্তুত।

শনিবার স্কাই নিউজ আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পুতিন বলেন, রাশিয়া ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) কখনোই এমন কোনো প্রমাণ পায়নি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য কাজ করছে। আমরা এই বিষয়টি বহুবার ইসরাইলি নেতৃত্বকে জানিয়েছি।

২১: ৪০

দশম পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করলো ইরান

দশম পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করলো ইরান

ইরানি গণমাধ্যম স্বীকার করেছে, দেশটিতে ইসরাইলি হামলায় আরো একজন পরমাণু বিজ্ঞানী মারা গেছেন। যার ফলে সরকারিভাবে মৃতের সংখ্যা বেড়ে ১০জনে দাঁড়িয়েছে।

ইসার তাবাতাবেই ঘোমশেহ নামের ওই বিজ্ঞানীর মৃত্যুর খবর প্রথমে তেহরানের শরীফ বিশ্ববিদ্যালয়ের নিউজলেটারে ঘোষণা করা হয়েছিল, যেখানে তিনি একজন প্রাক্তন ছাত্র ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের নিউজলেটারে বলা হয়েছে যে তাকে "গত সপ্তাহের শেষের দিকে" তার স্ত্রী মানসুরেহ হাজিসালেমের সাথে তার বাড়িতে হত্যা করা হয়েছে।

ইরান এর আগে আরও নয়জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

ফেরেদুন আব্বাসি ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ছিলেন, আর মোহাম্মদ মেহেদী তেহরানচি তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

আব্দুলহামিদ মিনুচেহর, আহমেদ রেজা জোলফাগারি এবং আমিরহোসেন ফেঘি তেহরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কর্মী ছিলেন।

আকবর মোতালেবিজাদেহ, আলী বাকি করিমি, মনসুর আসগারি এবং সাইদ বোরজিও নিহত হয়েছেন।

ইতোমধ্যে, ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে যে ‘অপারেশন নার্নিয়া’-এর অধীনে ইসরায়েল নয় জন ইরানি পারমাণবিক বিজ্ঞানীকে ‘একযোগে’ হত্যা করেছে এবং তার কিছুক্ষণ পরেই দশম ইরানি পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে।

২০: ৩০

ইরানি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করায় ‘বিস্মিত’ ইসরাইল

ইরানের দুটি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরাইলের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে। বিষয়টি স্বীকার করে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, এটি একটি বিরল ঘটনা, যেখানে ইরানের একমুখী আক্রমণাত্মক ড্রোন সফলভাবে ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে সক্ষম হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে জর্ডান সীমান্তসংলগ্ন বেইত শেইন শহরে একটি ড্রোন আঘাত হানে। এতে একটি দুইতলা বাড়ি বিধ্বস্ত হয়। জরুরি উদ্ধারকর্মীরা জানান, বিস্ফোরণে বাড়িটির পাশে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে, জানালা ও দরজা উড়ে গেছে।

ইসরায়েলের এক সামরিক কর্মকর্তার মতে, গত সপ্তাহে ইসরাইল ইরানে হামলা শুরু করার পর থেকে ইরান হামলার জন্য হাজারের বেশি ড্রোন পাঠায়। যা লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই নিষ্ক্রিয় করা হয়।

১৯: ১৮

ইরান কখনোই পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে না: ম্যাক্রোঁ

ইরান কখনোই পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে না: ম্যাক্রোঁ

ইরান কখনোই পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে না বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলার পর এ মন্তব্য করেন তিনি।

সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্টে ম্যাক্রোঁ বলেছেন, আমি দাবি করছি- ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করবে না এবং এর উদ্দেশ্য শান্তিপূর্ণ কিনা সে নিশ্চয়তাও তাদেরকেই দিতে হবে।

১৮: ৩৫

ইরানে কি সত্যিই ভূমিকম্প না পারমাণবিক পরীক্ষা

ইরানে কি সত্যিই ভূমিকম্প না পারমাণবিক পরীক্ষা

ইরানের উত্তরাঞ্চলের সেমনান এলাকায় ৫.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তাসনিম সংবাদ সংস্থার বরাতে জানা গেছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল সেমনান শহর থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং এটি ১০ কিলোমিটার গভীরতায় সংঘটিত হয়।

তবে এই ভূমিকম্পকে কেন্দ্র করে এখন গুঞ্জন ছড়িয়ে পড়েছে, তেহরান সম্ভবত গোপনে কোনো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। বিশেষ উদ্বেগের বিষয় হলো, ভূমিকম্পটি এমন একটি শহরের কাছে আঘাত হেনেছে, যেখানে ইরানের একটি মহাকাশ ও ক্ষেপণাস্ত্র ঘাঁটি রয়েছে। ওই এলাকায় ইরানের সামরিক বাহিনীর অধীনে পরিচালিত সেমনান স্পেস সেন্টার ও সেমনান মিসাইল কমপ্লেক্স অবস্থিত বলে জানা গেছে।

এই ভূমিকম্প এমন এক সময়ে ঘটেছে, যখন ইরান ও ইসরাইলের মধ্যকার যুদ্ধ নবম দিনে গড়িয়েছে। শনিবার ভোরে উভয় পক্ষের মধ্যে নতুন করে হামলা পাল্টা হামলা হয়েছে। এর একদিন আগেই তেহরান ঘোষণা দেয়, হুমকির মুখে পারমাণবিক কর্মসূচি নিয়ে তারা কোনো আলোচনা করবে না। অন্যদিকে, ইউরোপ শান্তি আলোচনার সম্ভাবনা টিকিয়ে রাখার চেষ্টা করছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, ভূমিকম্পে কোনো প্রাণহানি হয়নি এবং কেবল "সামান্য ক্ষয়ক্ষতি" হয়েছে।

বিশ্লেষকরা বলেছেন, ২০১৭ সালে উত্তর কোরিয়া যখন পারমাণবিক পরীক্ষা চালায়, তখন ৬.৩ মাত্রার ভূকম্পন রেকর্ড করা হয়। এটি ছিল বিস্ফোরণঘটিত কৃত্রিম ভূকম্পন। আজকেও ইরানের সেমনানে ৫.১ মাত্রার ভুকম্পন হয়েছে। সেমনান ইরানের মিসাইল টেস্ট এরিয়া।

এটি ইরানের প্রধান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র, যা সাফির (Safir) ও সিমোরঘ (Simorgh) লঞ্চ ভেহিকলের মাধ্যমে স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ব্যবহৃত হয়। এই কেন্দ্র থেকেই ইরান বেশ কয়েকবার ব্যালিস্টিক মিসাইল ও মহাকাশ যান উৎক্ষেপণ করেছে। সেমনান মরুভূমি অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে ব্যালিস্টিক মিসাইল ও রকেট পরীক্ষা চালানো নিরাপদ। ১০০ কিলোটনের পারমানবিক বোমার ভূগর্ভস্থ বিস্ফোরণ হলে সাধারণত ৫ মাত্রার ভুকম্পন অনুভুত হয়। বিশ্লেষকরা ধারণা করছেন, এইটা প্রাকৃতিক ভূমিকম্প না হওয়ার সম্ভাবনাই বেশি। সূত্র: এনডিটিভি।

১৮: ২৭

ইস্পাহানে পারমাণবিক স্থাপনায় হামলা

ইস্পাহানে পারমাণবিক স্থাপনায় হামলা

ইরানের ইস্পাহানে একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরাইল। প্রদেশটির গভর্নরের ডেপুটি সিকিউরিটি কর্মকর্তা আকবর সালেহি বলেছেন, শনিবার সকালে কয়েকটি স্থানে হামলা চালায় ইরান। যার মধ্যে একটি পারমাণবিক স্থাপনাও রয়েছে।

বিবিসি জানায়, পারমাণবিক স্থাপনায় হামলার পর ধোঁয়া দেখা গেছে। তবে কোনো ক্ষতিকর পদার্থের গ্যাস বা তরল নির্গমন ঘটেনি।

তবে সালেহির দাবি, ইস্পাহানের রিফাইনারি ইসরাইলি হামলার লক্ষ্য ছিল না।

তার মতে, ইস্পাহান, লাঞ্জান, মোবারাকে ও শাহরেজা শহরের কিছু এলাকায় আজ সকালে হামলা চালায় ইসরাইলি বাহিনী।

তার দাবি, এসব হামলায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে কিছু এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে ।

১৭: ৩২

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইসরাইলই বড় বাধা: এরদোয়ান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন পরমাণু আলোচনার ঠিক আগে ইরানের ওপর ইসরাইলের হামলার লক্ষ্য হলো ‘আলোচনাকে নস্যাতের’ চেষ্টা বলেন মন্তব্য করেছেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

শনিবার ইস্তানবুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এক কূটনৈতিক সম্মেলনে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি ইসরাইলের হামলাকে ‘সরাসরি ডাকাতি’ উল্লেখ করে এর নিন্দা জানান এবং অভিযোগ করেন যে দেশটি মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, নেতানিয়াহু সরকার প্রমাণ করছে, তারা ‘এই অঞ্চলে শান্তির পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধা’।

তিনি আরও বলেন, ১৩ জুনের হামলার মাধ্যমে নেতানিয়াহু সরকারের আসলে লক্ষ্য ছিল আলোচনা প্রক্রিয়াকে দুর্বল করা।

এদিকে শুক্রবার জেনেভায় ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তুরস্কের ইস্তাম্বুলে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছেন।

১৭: ২০

ইরানে ইসরাইলি হামলার নিন্দা আরব লীগের

ইরানে ইসরাইলি হামলার নিন্দা আরব লীগের

ইরানে হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে আরব লীগ। অরগানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) এর ৫১তম অধিবেশন শুরুর আগে এক জরুরি বৈঠকে এ আহ্বান জানান আরব পররাষ্ট্রমন্ত্রীরা। খবর তেহরান টাইমসের।

জরুরি সভার পর জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে ইসরাইলি আক্রমণ আন্তর্জাতিক আইন ও ইরানের স্বার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি।

বিবৃতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে যুদ্ধ বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। আরব লীগ সতর্ক করে বলেছে, ইসরাইলকে থামাতে ব্যর্থ হলে মধ্যপ্রাচ্যে আরো অস্থিতিশীলতা তৈরি হতে পারে।

তেহরান টাইমস জানায়, ইরানের ওপর ইসরাইলের হামলার ঘটনা নিয়ে তুরস্কের ইস্তাম্বুলে বৈঠক ডেকেছে ওআইসি। ২১ থেকে ২২ জুন পর্যন্ত এ বৈঠক আরব পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিচ্ছেন।

অধিবেশনে অংশ নিতে ইস্তাম্বুলে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

ইরানে ইসরাইলি হামলা শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৪৩০ জন নিহত হয়েছেন এবং তিন হাজার ৫০০ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় নূর সংবাদ সংস্থা।

এদিকে ইসরাইল জানিয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে সেখানে ২৫ জন নিহত হয়েছে, যার মধ্যে একজন হৃদরোগে আক্রান্ত ছিলেন। আর আহত হয়েছেন দুই হাজার ৫১৭ জন।

১৭: ১২

নেতানিয়াহু চিরকাল ক্ষমতায় থাকতেই ইরানে হামলা: ক্লিনটন

ইরানে তেল আবিবের হামলা ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে এবার মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তিনি বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ চাচ্ছেন—কারণ এর মাধ্যমে তিনি “চিরকাল” ক্ষমতায় টিকে থাকতে চান।

তার ভাষায়, নেতানিয়াহু বহু বছর ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ করতে চাইছেন, কারণ তাতে তিনি আজীবনের জন্য ক্ষমতায় থাকতে পারবেন। তিনি গত ২০ বছরের বেশির ভাগ সময়ই ক্ষমতায় ছিলেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য ডেইলি শো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লিনটন এসব কথা বলেন।

চলমান ইরান-ইসরাইল উত্তেজনা প্রশমিত করতে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছেন বলেও জানান তিনি।