আমার দেশ অনলাইন
নিউইয়র্কে ফিলিস্তিনপন্থি এক বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ ও ভাষণ দেওয়ায় কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর তার আচরণকে ‘বেপরোয়া ও উস্কানিমূলক আচরণ’ বলে অভিযোগ করেছে।
শনিবার ব্রিটিশ গণমাধ্যমবিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো শনিবার সকালে নিউইয়র্ক সিটির রাস্তায় বিক্ষোভে যোগ দিয়েছিলেন। এ সময় মার্কিন সৈন্যরা তাকে রাস্তায় দাঁড়াতে নিষেধ করেন। কিন্তু তিনি তা অমান্য করেন।
এক্স বার্তায় পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ‘আজ কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রোর নিউ ইয়র্কের রাস্তায় দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের সৈন্যদের আদেশ অমান্য করতে ও সহিংসতা উস্কে দিতে আহ্বান জানিয়েছেন। তার এই অবিবেচক ও উস্কানিমূলক কর্মকাণ্ডের কারণে আমরা পেট্রোর ভিসা বাতিল করছি।’
এক্সে একটি ভিডিও পোস্ট করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সেখানে দেখা গেছে, কলম্বিয়ার নেতা শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে হাজার হাজার ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিচ্ছেন।
এদিকে, সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা গেছে, পেত্রো হাজার হাজার প্রো-প্যালেস্টাইন সমর্থকের সঙ্গে মিলিত হয়ে ইউনাইটেড নেশনস ভবনের বাইরে বক্তব্য দিচ্ছেন। এ সময় তিনি বলেন, তার দেশ জাতিসংঘে একটি প্রস্তাব দেবে, যা ‘বিশ্বের মুক্তির জন্য একটি সেনাবাহিনী গঠনের’ পরিকল্পনা অন্তর্ভুক্ত করবে। অনানুষ্ঠানিক অনুবাদে তার ভাষণ অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশ এ সেনাবাহিনীতে সৈন্য পাঠাবে, যারা ‘আন্তর্জাতিক ন্যায়ের আদেশ কার্যকর করবে’ এবং যার সংখ্যা ‘মার্কিন সেনাবাহিনীর থেকেও বেশি’ হতে হবে।
মার্কিন সেনাদের উদ্দেশ্য করে পেত্রো আরো বলেন, আমি মার্কিন সেনাদের অনুরোধ করছি, মানবতার দিকে বন্দুক লক্ষ্য করবেন না। ট্রাম্পের আদেশ অমান্য করুন। মানবতার আদেশ মেনে চলুন।
এর আগে শুক্রবার জাতিসংঘে ভাষণ দেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এ সময় তিনি ইসরাইলের কড়া সমালোচনা করেন। তিনি ইসরাইলিদের ‘নাৎসি’ আখ্যা দিয়ে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার অভিযোগ তোলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, ট্রাম্প গাজার গণহত্যায় ‘সহযোগী’। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, যা ক্যারিবীয় অঞ্চলে মাদক পরিবহন মামলার সঙ্গে যুক্ত, তার জন্য ‘ফৌজদারি বিচার’ প্রয়োজন।
নিউইয়র্কে ফিলিস্তিনপন্থি এক বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ ও ভাষণ দেওয়ায় কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর তার আচরণকে ‘বেপরোয়া ও উস্কানিমূলক আচরণ’ বলে অভিযোগ করেছে।
শনিবার ব্রিটিশ গণমাধ্যমবিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো শনিবার সকালে নিউইয়র্ক সিটির রাস্তায় বিক্ষোভে যোগ দিয়েছিলেন। এ সময় মার্কিন সৈন্যরা তাকে রাস্তায় দাঁড়াতে নিষেধ করেন। কিন্তু তিনি তা অমান্য করেন।
এক্স বার্তায় পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ‘আজ কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রোর নিউ ইয়র্কের রাস্তায় দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের সৈন্যদের আদেশ অমান্য করতে ও সহিংসতা উস্কে দিতে আহ্বান জানিয়েছেন। তার এই অবিবেচক ও উস্কানিমূলক কর্মকাণ্ডের কারণে আমরা পেট্রোর ভিসা বাতিল করছি।’
এক্সে একটি ভিডিও পোস্ট করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সেখানে দেখা গেছে, কলম্বিয়ার নেতা শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে হাজার হাজার ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিচ্ছেন।
এদিকে, সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা গেছে, পেত্রো হাজার হাজার প্রো-প্যালেস্টাইন সমর্থকের সঙ্গে মিলিত হয়ে ইউনাইটেড নেশনস ভবনের বাইরে বক্তব্য দিচ্ছেন। এ সময় তিনি বলেন, তার দেশ জাতিসংঘে একটি প্রস্তাব দেবে, যা ‘বিশ্বের মুক্তির জন্য একটি সেনাবাহিনী গঠনের’ পরিকল্পনা অন্তর্ভুক্ত করবে। অনানুষ্ঠানিক অনুবাদে তার ভাষণ অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশ এ সেনাবাহিনীতে সৈন্য পাঠাবে, যারা ‘আন্তর্জাতিক ন্যায়ের আদেশ কার্যকর করবে’ এবং যার সংখ্যা ‘মার্কিন সেনাবাহিনীর থেকেও বেশি’ হতে হবে।
মার্কিন সেনাদের উদ্দেশ্য করে পেত্রো আরো বলেন, আমি মার্কিন সেনাদের অনুরোধ করছি, মানবতার দিকে বন্দুক লক্ষ্য করবেন না। ট্রাম্পের আদেশ অমান্য করুন। মানবতার আদেশ মেনে চলুন।
এর আগে শুক্রবার জাতিসংঘে ভাষণ দেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এ সময় তিনি ইসরাইলের কড়া সমালোচনা করেন। তিনি ইসরাইলিদের ‘নাৎসি’ আখ্যা দিয়ে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার অভিযোগ তোলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, ট্রাম্প গাজার গণহত্যায় ‘সহযোগী’। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, যা ক্যারিবীয় অঞ্চলে মাদক পরিবহন মামলার সঙ্গে যুক্ত, তার জন্য ‘ফৌজদারি বিচার’ প্রয়োজন।
ভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
২৬ মিনিট আগেসম্প্রতি বায়ু দূষণ কমানোর জন্য রাজধানীতে পেট্রোলচালিত মোটরবাইকের উপর নিষেধাজ্ঞা জারি করে ভিয়েতনাম প্রশাসন। যা ২০২৬ সালের মাঝামাঝি থেকে কার্যকর হওয়ার কথা। তবে, পরিকল্পিত এই নিষেধাজ্ঞার ফলে ৪.৬ বিলিয়ন ডলারের বাজার হারাবে বলে আশঙ্কা করছে জাপান সরকার এবং দেশের কিছু শীর্ষস্থানীয় নির্মাতা।
৩৮ মিনিট আগেগাজায় সাফল্য অর্জনের জন্য যে অনুকূল পরিস্থিতি পেয়েছিল ট্রাম্পের প্রধান কূটনৈতিক মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ ও তার দল, সেটা ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে তৈরি করা কঠিন হতে পারে, কারণ এই যুদ্ধ প্রায় চার বছর ধরে চলছে।
১ ঘণ্টা আগেইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে যে, তারা মঙ্গলবার গভীর রাতে ব্রায়ানস্ক সীমান্ত অঞ্চলে একটি রাশিয়ান রাসায়নিক কারখানায় যুক্তরাজ্যের সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করেছে।
১ ঘণ্টা আগে