আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার ক্ষেত্রে রাশিয়া প্রথমবারের মতো ‘গুরুত্বপূর্ণ ছাড়’ দিয়েছে। তবে তিনি সতর্ক করে বলেছেন, এই সংঘাত শেষ হওয়ার এখনও কোনো স্পষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে না।
সোমবার পাকিস্তান ভিত্তিক গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ভ্যান্স বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যেই তার অবস্থানে পরিবর্তন এনেছেন। বিশেষ করে তিনি মেনে নিয়েছেন যে, ভবিষ্যতে রাশিয়ার আগ্রাসন থেকে ইউক্রেনকে রক্ষা করতে আন্তর্জাতিক সুরক্ষার নিশ্চয়তা প্রয়োজন হবে।
ভ্যান্স আরও বলেন, ‘সাড়ে তিন বছরের এই সংঘাতে রাশিয়া এবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে প্রকৃত অর্থে কিছু ছাড় দিয়েছে।’ তার ভাষ্য অনুযায়ী, মস্কো এখন আর কিয়েভে রাশিয়াপন্থি সরকার প্রতিষ্ঠার দাবি করছে না এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার প্রয়োজনীয়তা স্বীকার করছে।
তবে রাশিয়া এখনো দাবি করছে যে ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চল ছেড়ে দিতে হবে, ন্যাটোতে যোগদানের চেষ্টা পরিত্যাগ করতে হবে এবং নিজেদের নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যসহ একাধিক দেশকে গ্যারান্টার হিসেবে যুক্ত করা উচিত।
এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপ্রক্রিয়ায় অগ্রগতি না হলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের বিষয়ে নতুন করে ভাবা হবে। ভ্যান্স বলেন, নিষেধাজ্ঞা কেস বাই কেস ভিত্তিতে বিবেচনা করা হবে। তিনি আরও বলেন, ‘রাশিয়া যদি সহিংসতা বন্ধ করে, তবে তাকে আবারও বৈশ্বিক অর্থনীতিতে ফিরতে দেওয়া হতে পারে। কিন্তু যদি বন্ধ না করে, তাহলে বিচ্ছিন্নতাই তাদের ভবিষ্যৎ।’
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার ক্ষেত্রে রাশিয়া প্রথমবারের মতো ‘গুরুত্বপূর্ণ ছাড়’ দিয়েছে। তবে তিনি সতর্ক করে বলেছেন, এই সংঘাত শেষ হওয়ার এখনও কোনো স্পষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে না।
সোমবার পাকিস্তান ভিত্তিক গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ভ্যান্স বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যেই তার অবস্থানে পরিবর্তন এনেছেন। বিশেষ করে তিনি মেনে নিয়েছেন যে, ভবিষ্যতে রাশিয়ার আগ্রাসন থেকে ইউক্রেনকে রক্ষা করতে আন্তর্জাতিক সুরক্ষার নিশ্চয়তা প্রয়োজন হবে।
ভ্যান্স আরও বলেন, ‘সাড়ে তিন বছরের এই সংঘাতে রাশিয়া এবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে প্রকৃত অর্থে কিছু ছাড় দিয়েছে।’ তার ভাষ্য অনুযায়ী, মস্কো এখন আর কিয়েভে রাশিয়াপন্থি সরকার প্রতিষ্ঠার দাবি করছে না এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার প্রয়োজনীয়তা স্বীকার করছে।
তবে রাশিয়া এখনো দাবি করছে যে ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চল ছেড়ে দিতে হবে, ন্যাটোতে যোগদানের চেষ্টা পরিত্যাগ করতে হবে এবং নিজেদের নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যসহ একাধিক দেশকে গ্যারান্টার হিসেবে যুক্ত করা উচিত।
এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপ্রক্রিয়ায় অগ্রগতি না হলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের বিষয়ে নতুন করে ভাবা হবে। ভ্যান্স বলেন, নিষেধাজ্ঞা কেস বাই কেস ভিত্তিতে বিবেচনা করা হবে। তিনি আরও বলেন, ‘রাশিয়া যদি সহিংসতা বন্ধ করে, তবে তাকে আবারও বৈশ্বিক অর্থনীতিতে ফিরতে দেওয়া হতে পারে। কিন্তু যদি বন্ধ না করে, তাহলে বিচ্ছিন্নতাই তাদের ভবিষ্যৎ।’
বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩ মিনিটের সর্বশেষ তথ্য অনুযায়ী, স্পট গোল্ডের দাম ২.৬ শতাংশ কমে প্রতি আউন্সে চার হাজার ১৭ দশমিক ২৯ ডলারে নেমে এসেছে, যা প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।
২৪ মিনিট আগেউগান্ডা পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১২টার দিকে কাম্পালা-গুলু হাইওয়েতে বিপরীত দিকে আসা দুটি বাস মুখোমুখি হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে গেলে একটি বাস উল্টে যায়। আর এ সময় দুর্ঘটনা থেকে বাঁচতে অন্যান্য যানবাহনগুলোও উল্টে গেলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেআফগানিস্তান-যুক্তরাষ্ট্রের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে ২০২১ সালে। দুই দশক ধরে চলা, এই যুদ্ধের কারণে বৈরী সম্পর্ক রয়েছে দেশ দুটির মধ্যে, তবে এমন সম্পর্ক থেকে উত্তরণ চায় ইসলামিক আমিরাত আফগানিস্তান। যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নই এখন তাদের লক্ষ্য।
৩ ঘণ্টা আগেভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
৪ ঘণ্টা আগে