ইতিহাসের পাতায় ভারতে যত ভয়াবহ সন্ত্রাসী হামলা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১৮: ১৭
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১৮: ১৭

বিভিন্ন কারণে ভারতে এপর্যন্ত অনেকগুলো হামলার ঘটনা ঘটে আসছে। ধর্মীয়, ব্যক্তিগত অথবা রাজনৈতিক কারণে হলেও এসব হামলায় মারা যান নেহায়েত নিরাপরাধ সাধারণ কিছু মানুষ। বিশ্বজুড়ে নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে। আসুন দেখে নেই ভারতের ভয়বাহ কিছু হামলার চিত্র

মুম্বাই হামলা: ২০০৮ সালের ২৬ নভেম্বর সন্ধ্যায় মুম্বাইয়ে তাজ হোটেল ও ছত্রপতি শিবাজি রেলওয়ে স্টেশনসহ প্রায় ১২টি স্থাপনায় একযোগে সন্ত্রাসী হামলা হয়। এই হামলায় ১৭০ জনেরও বেশি মানুষ নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত।

বিজ্ঞাপন
AmarDesh_মুম্বাই

আহমেদাবাদ হামলা: ২০০৮ সালের ২৬ জুলাই ৭০ মিনিট সময়ের মধ্যে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরে ১৭টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৫৬ জন নিহতের পাশাপাশি আহত হন ২০০ জনের বেশি।

AmarDesh_আহমেদাবাদ

জয়পুর হামলা, ২০০৮: ১৩ মে ২০০৮ রাজস্থানের জয়পুরে সন্ধ্যা ৭ টা বেজে ২০ মিনিট থেকে ৭ টা ৪৫ মিনিটের মধ্যে একাধিক জায়গায় বিস্ফোরণ ঘটে। নয়টি ধারাবাহিক বিস্ফোরণে ৭০ জনেরও বেশি মানুষ নিহত হন।

AmarDesh_জয়পুর

হরিয়ানা হামলা, ২০০৭: ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তানের সংযোগকারী সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় ৭০ জন নিহত হন, যাদের বেশিরভাগই পাকিস্তানি নাগরিক।

AmarDesh_হরিয়ানা

মালেগাঁও, ২০০৬: পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের একটি শহর মালেগাঁওয়ের একটি মসজিদের কাছে বিস্ফোরণে কমপক্ষে ৪৫ জন নিহত হন।

মুম্বাই হামলা, ২০০৬: একাধিক ট্রেনে ধারাবাহিক বোমা বিস্ফোরণে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হন।

AmarDesh_মুম্বাই 2

মুম্বাই হামলা, ১৯৯৩: শহরজুড়ে একাধিক বোমা বিস্ফোরণে ২৫০ জনেরও বেশি মানুষ নিহত হন।

AmarDesh_মুম্বাই 1993

১৯৯১ সালের মে মাসে, শ্রীপেরুম্বুদুর: ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে একটি প্রচারণা সমাবেশের সময় লিবারেশন টাইগার্স অফ তামিল ইলমের এক আত্মঘাতী বোমা হামলাকারী উড়িয়ে দেয়। এতে পনেরো জন নিহত হয়।

AmarDesh_rajiv

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত