থাইল্যান্ডে ৩ প্রদেশের সব স্কুল বন্ধ ঘোষণা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ১৭: ৩৯
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৭: ৪৭

থাইল্যান্ড ৩ প্রদেশের সব স্কুল বন্ধ ঘোষণা করেছেন দেশটির শিক্ষামন্ত্রী নারুমোন পিনোসিনাওয়াত।

বৃহস্পতিবার ব্যাংককভিত্তিক সংবাদমাধ্যম দ্য থাই এনকুইরার জানায়, বসতবাড়ির এলাকায় রকেট হামলার পর সুরিন, সিসাকেত ও বুরি রাম প্রদেশের ৫৮২টি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিপদসংকুল এলাকার বাইরে থাকা কিছু স্কুলকেও অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে।

শিক্ষামন্ত্রী অধ্যাপক নারুমোন পিনোসিনাওয়াত বলেন, আমি সীমান্তবর্তী এলাকার স্কুলগুলোকে একটি সংগঠিত প্রতিক্রিয়া পরিকল্পনা প্রস্তুত করার নির্দেশ দিয়েছি। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য বাংকার বা নিরাপদ এলাকা প্রস্তুত করার ওপর গুরুত্ব দিয়েছি। পাশাপাশি নিরাপদ এলাকায় অস্থায়ী আশ্রয়কেন্দ্র গড়ে তোলারও নির্দেশ দিয়েছি।

সকালে বিভাগটির প্রাসাত তা মুয়েন এবং প্রাসাত তা কাওয়াইয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১২ জন নিহত হন।

থাইল্যান্ড ও কম্বোডিয়ার মাঝে আকস্মিক এই সংঘাতের সূত্রপাত হয়েছিল গত মে মাসে। ওই সময় থাইল্যান্ড, কাম্বোডিয়া ও লাওস সীমান্তের সংযোগকারী এমেরাল্ড ট্রায়াঙ্গল অঞ্চলে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সৈন্যদের মাঝে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে কম্বোডিয়ার এক সৈন্য নিহত হন।

মে মাসের ওই ঘটনায় উভয় দেশেরে সামরিক বাহিনী জানায়, তারা আত্মরক্ষার্থে ব্যবস্থা নিয়েছে এবং সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সামরিক নেতারা বলেন, তারা উত্তেজনা কমিয়ে আনার প্রত্যাশা করছেন। যদিও বাস্তবে দুই দেশই সীমান্তে সেনা মোতায়েন জোরদার এবং একে অপরকে হুঁশিয়ারি দিতে শুরু করে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত