কম্বোডিয়া সীমান্তে ‘ভূত’ নিয়োগ করেছে থাইল্যান্ড। সীমান্ত থেকে অবিরাম ‘ভূতের আওয়াজ’ পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করেছেন কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হান সেন। মূলত বিতর্কিত সীমান্ত নিয়ে সীমান্তবাসীর সঙ্গে থাইল্যান্ড মনস্তাত্ত্বিক লড়াই করছে বলে জানিয়েছে কম্বোডিয়ার মানবাধিকার কমিশন।
প্রতারণার শিকার হয়ে কম্বোডিয়ায় পাচার হওয়া দক্ষিণ কোরিয়ানদের মধ্যে ৮০ জন এখনো নিখোঁজ বলে দাবি করেছে সিউল। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা এএফপি গতকাল মঙ্গলবার এ খবর প্রকাশ করে।
থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার কম্বোডিয়ার বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে থাইল্যান্ডের পুলিশ। এতে অন্তত ২৩ জন আহত হন।
কম্বোডিয়ার আইন প্রণেতারা একটি বিতর্কিত আইন পাস করেছেন। যা বিদেশি দেশের সঙ্গে আঁতাতে জড়িত বা রাষ্ট্রদ্রোহমূলক কর্মকাণ্ডে দোষী সাব্যস্ত ব্যক্তিদের নাগরিকত্ব বাতিলের সুযোগ দিচ্ছে সরকারকে।