আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কম্বোডিয়ার ঐতিহ্যবাহী মন্দিরের প্রদেশে থাইল্যান্ডের বিমান হামলা

আমার দেশ অনলাইন
কম্বোডিয়ার ঐতিহ্যবাহী মন্দিরের প্রদেশে থাইল্যান্ডের বিমান হামলা

কম্বোডিয়া সোমবার অভিযোগ করেছে, পুনরায় শুরু হওয়া সীমান্ত সংঘাতের মধ্যে থাইল্যান্ড তাদের ভূখণ্ডের গভীরে বিমান হামলা চালিয়েছে। কম্বোডিয়ার দাবি, দেশটির প্রধান পর্যটন আকর্ষণ শতাব্দীপ্রাচীন আংকোর মন্দির থেকে দুই ঘণ্টারও কম দূরত্বের এলাকায় বোমাবর্ষণ করা হয়েছে।

বিজ্ঞাপন

উপনিবেশ আমলে নির্ধারিত দুই দেশের প্রায় ৮০০ কিলোমিটার (৫০০ মাইল) দীর্ঘ সীমান্তকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের অংশ হিসেবে গত জুলাইয়ে পাঁচ দিনের সংঘর্ষে ডজনখানেক মানুষ নিহত হয়। সে সময় একটি যুদ্ধবিরতি হলেও কয়েক মাসের মধ্যেই তা ভেঙে যায়। খবর এএফপির।

চলতি মাসে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে সেনা ও বেসামরিক নাগরিকসহ অন্তত ২৮ জন নিহত হয়েছে এবং প্রায় ৮ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

উভয় পক্ষই সংঘাত শুরুর জন্য একে অপরকে দায়ী করছে এবং আত্মরক্ষার যুক্তি দেখিয়ে বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ পাল্টাপাল্টি দিচ্ছে।

থাইল্যান্ডের তুলনায় সামরিক শক্তি ও ব্যয়ে পিছিয়ে থাকা কম্বোডিয়া জানায়, সোমবার সকালে থাই বাহিনী তাদের আক্রমণ “কম্বোডিয়ার ভূখণ্ডের গভীরে” সম্প্রসারিত করেছে। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, একটি থাই যুদ্ধবিমান সিয়েম রিয়াপ প্রদেশের স্রেই স্নাম জেলায় বাস্তুচ্যুত বেসামরিকদের একটি শিবিরের কাছাকাছি এলাকায় বোমা হামলা চালায়।

তথ্যমন্ত্রী নেথ ফিয়াকত্রা এএফপিকে জানান, নতুন করে শুরু হওয়া এই সংঘাতে এই প্রথম থাইল্যান্ড সিয়েম রিয়াপ প্রদেশে বোমা হামলা চালিয়েছে। এই প্রদেশেই অবস্থিত ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী আংকোর ওয়াটসহ আংকোর মন্দির কমপ্লেক্স, যা দেশটির সবচেয়ে বড় পর্যটন আকর্ষণ।

তিনি আরও জানান, থাইল্যান্ডের এফ-১৬ যুদ্ধবিমানগুলো কম্বোডিয়ার ভূখণ্ডের ভেতরে ৭০ কিলোমিটারেরও বেশি প্রবেশ করেছিল।

কম্বোডিয়ার অর্থনীতি ব্যাপকভাবে পর্যটন খাতের ওপর নির্ভরশীল, যা কোভিড-১৯ মহামারির ধাক্কা কাটিয়ে এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর দেশটিতে বিদেশি পর্যটকের সংখ্যা ছিল ৬৭ লাখের বেশি, যা রেকর্ড সর্বোচ্চ। তবে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত পর্যটক আগমন ২০১৯ সালের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ কমেছে।

এছাড়া আংকোর প্রত্নতাত্ত্বিক উদ্যানে মাসিক টিকিট বিক্রি জুন থেকে নভেম্বর পর্যন্ত আগের বছরের তুলনায় অন্তত ১৭ শতাংশ কমেছে বলে অপারেটর আংকোর এন্টারপ্রাইজের তথ্য জানায়।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি চলতি বছরের শুরুতে এই সংঘাতে মধ্যস্থতা করেছিলেন, গত সপ্তাহে দাবি করেন যে দুই দেশ শনিবার রাত থেকে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে সপ্তাহান্ত জুড়ে এবং সোমবার পর্যন্ত সংঘর্ষ চলতে থাকে, আর ব্যাংকক ট্রাম্পের যুদ্ধবিরতির দাবিকে অস্বীকার করে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল—যিনি গত সপ্তাহে সংসদ ভেঙে দিয়ে আগামী বছরের নির্বাচনের পথ তৈরি করেছেন—রোববার ফেসবুকে লেখেন, তার সরকার লড়াই চালিয়ে যাবে।

উভয় দেশের সামরিক কর্মকর্তারা জানান, সোমবারও সীমান্তজুড়ে সংঘর্ষ ও হামলা অব্যাহত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন