কম্বোডিয়া অভিযোগ করেছে, আসিয়ানভুক্ত দেশগুলোর বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই থাইল্যান্ড তাদের ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে। সোমবার এই অভিযোগ করে নম পেন জানায়, সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষ থামাতে চলতি সপ্তাহে যুদ্ধবিরতি আলোচনায় বসার ঘোষণা দেওয়ার পরও থাই বাহিনী হামলা চালায়।
কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, থাইল্যান্ডের সামরিক বাহিনী এফ–১৬ যুদ্ধবিমান মোতায়েন করে সিয়েম রিয়াপ ও প্রাহ ভিহিয়ার প্রদেশের বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ করেছে। এই হামলাগুলো মালয়েশিয়ায় অনুষ্ঠিত আঞ্চলিক সংকট–সংক্রান্ত বৈঠকের পরপরই ঘটে বলে দাবি করা হয়েছে।
এর আগে ব্যাংকক জানায়, সীমান্তে চলমান সহিংসতা বন্ধ করতে কম্বোডিয়ার সঙ্গে তারা যুদ্ধবিরতি আলোচনায় বসতে সম্মত হয়েছে। তবে কম্বোডিয়ার অভিযোগ অনুযায়ী, সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বিমান হামলার ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
থাইল্যান্ডের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সীমান্ত পরিস্থিতি নিয়ে উভয় দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলমান, যা সাম্প্রতিক সময়ে নতুন করে সহিংস রূপ নিয়েছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

